খালেদা জিয়া যে পথে বিমানবন্দর যাবেন

খালেদা জিয়া
খালেদা জিয়া  © সংগৃহীত

উন্নত চিকিৎসার জন্য আজ মঙ্গলবার (০৭ জানুয়ারি) রাত ১০টায় যুক্তরাজ্যে যাচ্ছেন বিএনপি চেয়ারপারসন ও সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়া। কাতার আমিরের পাঠানো বিশেষ এয়ার অ্যাম্বুলেন্সে ঢাকা ত্যাগ করবেন তিনি।

খালেদা জিয়ার গাড়িবহর কোন পথে হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে যাবে, ইতোমধ্যেই সেই রুটের তথ্যও জানিয়েছে দলটি। সোমবার (৬ জানুয়ারি) রাতে এক সংবাদ বিজ্ঞপ্তির মাধ্যমে রুটের পরিকল্পনা প্রকাশ করা হয়।

এতে বলা হয়েছে, গুলশান-২ নম্বরের বাসা ফিরোজা থেকে রাত ৮টায় চেয়ারপারসনকে নিয়ে গাড়িটি গুলশান-২ নম্বর গোলচত্বর হয়ে কাকলী গোলচত্বর হয়ে বিমানবন্দরে পৌঁছাবে।

এর আগে, খালেদা জিয়াকে বহনকারী কাতার আমিরের বিশেষ বিমান রয়েল এয়ার অ্যাম্বুলেন্সটি’ ঢাকায় এসে পৌঁছায়।

সোমবার (৬ জানুয়ারি) সন্ধ্যা ৭টা ৪০ মিনিটে ঢাকার হজরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে এটি অবতরণ করে। এ বিষয়টি নিশ্চিত করেছেন বিএনপির মিডিয়া উইংয়ের সদস্য শায়রুল কবির খান।


সর্বশেষ সংবাদ