ফেক ছবি শনাক্তে হোয়াটসঅ্যাপের নতুন ফিচার
- টিডিসি ডেস্ক
- প্রকাশ: ০৬ জানুয়ারি ২০২৫, ০২:১৯ PM , আপডেট: ০৬ জানুয়ারি ২০২৫, ০২:২৯ PM
প্রতিনিয়ত নতুন নতুন ফিচার যুক্ত করছে জনপ্রিয় মেসেজিং প্ল্যাটফর্ম হোয়াটসঅ্যাপ। যা ব্যবহারকারীদের অ্যাপটি ব্যবহারের অভিজ্ঞতা আরো ভালো করছে। তাই সম্প্রতি নতুন আপডেট এনেছে হোয়াটসঅ্যাপ। এ ফিচারের মাধ্যমে ব্যবহারকারীরা সহজে ভুয়া সংবাদ বা মিথ্যা ছবি শনাক্ত করতে পারবেন। এমনকী সেগুলোর আসল উৎস সম্পর্কেও জানতে পারবেন।
জানা গেছে, ইতিমধ্যেই অ্যান্ড্রয়েডে বিটা টেস্টিং ফিচার শুরু করে দিয়েছে। সেই সঙ্গে ওই টিপস্টার এই ধাপগুলো ভাগ করে নিয়েছে। হোয়াটসঅ্যাপের চ্যাট স্ক্রিনের একদম উপরে ডান দিকে একটি নতুন থ্রি-ডট মেন্যু অপশন পাওয়া যাবে। যেকোনো ছবিতে ব্যবহারকারীকে ক্লিক করতে হবে। আর এরপর গুগলের জন্য সার্চ অন দ্য ওয়েব অপশনে ক্লিক করতে হবে। আর এভাবেই প্রকৃত ছবির ডাটাবেসে প্রবেশের সুযোগ পাওয়া যাবে।
ফিচারটির মাধ্যমে ব্যবহারকারীরা জানতে পারবেন এই টুলের সাহায্যে আরও তথ্য অনুসন্ধান করলে শুধু এই নির্দিষ্ট বিষয়বস্তু অথবা মেসেজটি গুগলে আপলোড হয়ে যাবে। এই চ্যাট অবশ্য শেয়ার বা স্টোর করে রাখতে পারবে না হোয়াটসঅ্যাপ। ব্যবহারকারীরা সার্চ বাটনে ক্লিক করতে পারেন। পরিচিত কারো শেয়ার করা নির্দিষ্ট কোনো ছবি নিয়ে মনে কোনো প্রশ্ন কিংবা দ্বিধা দ্বন্দ্ব থাকলে তা সহজেই জেনে নিতে পারেন।