নোয়াখালীতে স্বামীর গোপনাঙ্গ কেটে পালালেন স্ত্রী!
- টিডিসি রিপোর্ট
- প্রকাশ: ০৫ জানুয়ারি ২০২৫, ০৬:৫০ PM , আপডেট: ০৫ জানুয়ারি ২০২৫, ০৬:৫০ PM
পারিবারিক কলহের জেরে স্বামীর গোপনাঙ্গ কেটে পালিয়ে যাওয়ার অভিযোগ উঠেছে নোয়াখালীর এক নারীর বিরুদ্ধে। শনিবার (৪ জানুয়ারি) জেলার সুধারাম উপজেলার ধর্মপুর ইউনিয়নের ৫ নম্বর ওয়ার্ডের ধর্মপুর গ্রামে এ ঘটনা ঘটে।
ভুক্তভোগী আবুল কালাম (৪০) ধর্মপুর গ্রামের সিরাজ মিয়ার ছেলে। বর্তমানে তিনি নোয়াখালী ২৫০ শয্যা জেনারেল হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন।
স্থানীয় বাসিন্দা মো. শাহেদুল ইসলাম দ্যা ডেইলি ক্যাম্পাসকে বলেন, আবুল কালামের স্ত্রী সুমি আক্তারকে জমি রেজিস্ট্রি না দেওয়ায় স্বামী-স্ত্রীর মধ্যে রাতে ঝগড়া হয়। পরবর্তী সময়ে শনিবার (০৪ জানুয়ারি) সকালে আবুল কালাম ঘুমে থাকা অবস্থায় স্ত্রী ধারালো ব্লেড দিয়ে তার পুরুষাঙ্গ কেটে মারাত্মকভাবে আহত করে। এরপর আবুল কালামকে নোয়াখালী ২৫০ শয্যা জেনারেল হাসপাতালে নিয়ে গেলে চিকিৎসক তাকে উন্নত চিকিৎসার জন্য ঢাকায় প্রেরণ করেন। ঘটনার পর স্ত্রী সুমি আক্তার পালিয়ে গেছেন।
সুধারাম মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা কামরুল ইসলাম বলেন, ঘটনা জানার পর পুলিশ হাসপাতালে গিয়ে ভুক্তভোগীর অভিযোগ শুনেছে। তারাও থানায় এসেছে। অভিযুক্ত স্ত্রী পলাতক রয়েছে। লিখিত অভিযোগ পেলে দ্রুত মামলা রুজু করা হবে।