বিএনপির দুই গ্রুপের সংঘর্ষে যুবদল নেতার মৃত্যু

আশরাফুল ইসলাম
আশরাফুল ইসলাম  © সংগৃহীত

বিএনপির দুই পক্ষের নেতাকর্মীদের মধ্যে সংঘর্ষে যুবদল নেতার মৃত্যুর ঘটনা ঘটেছে। কুড়িগ্রামের উলিপুর থানা চত্বরে শুক্রবার (২৭ ডিসেম্বর) রাতে সংঘর্ষে ঘটনা ঘটে। এতে পৌর যুবদলের যুগ্ম আহ্বায়ক আশরাফুল ইসলাম (৩৮) নিহত হয়েছেন। কুড়িগ্রাম জেলা সিভিল সার্জন ডা. মনজুর এ মুর্শেদ মৃত্যুর বিষয়টি নিশ্চিত করেন।

স্থানীয় সূত্রে জানা গেছে, সংঘর্ষের ঘটনায় আরও বেশ কয়েকজন আহত হয়েছেন। আশরাফুল ইসলাম পৌরসভার দয়ালপাড়ার আয়নাল হকের ছেলে। জেলা সিভিল সার্জন ডা. মনজুর এ মুর্শেদ জানান, সংঘর্ষের পর একজনকে মৃত অবস্থায় হাসপাতালে নেওয়া হয়েছিল। 

সূত্র জানায়, কুড়িগ্রাম জেলা বিএনপির সাবেক সভাপতি তাসভীরুল ইসলাম এবং রংপুর বিভাগীয় সহসাংগঠনিক সম্পাদক আব্দুল খালেকের সমর্থকদের মধ্যে সংঘর্ষ হয়। উভয় পক্ষের কয়েকজন নেতাকর্মীদের মধ্যে একটি অরাজনৈতিক বিষয় নিয়ে মীমাংসার চেষ্টা চলছিল। এক পর্যায়ে তাদের মধ্যে হাতাহাতি শুরু হয়। আশরাফুল থামানোর চেষ্টা করতে গেলে গুরুতর আহত হন। উলিপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন। এরপর উপজেলা শহরে উত্তেজনা ছড়িয়ে পড়ে।

উলিপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) জিল্লুর রহমান জানান, আমি ছুটিতে আছি। থানা চত্বরের কাছে বিএনপির দুই গ্রুপের মধ্যে সংঘর্ষের তথ্য পেয়েছি। একজন মারা গেছেন। তবে তিনি মারধরের কারণে নাকি স্ট্রোক করে মারা গেছেন তা নিশ্চিত হওয়া যায়নি।


সর্বশেষ সংবাদ

×
  • Application Deadline
  • December 17, 2025
  • Admission Test
  • December 19, 2025
APPLY
NOW!
GRADUATE ADMISSION
SPRING 2026!
NORTH SOUTH UNIVERSITY
Center of Excellence