চিকিৎসক সংকটে ধুঁকছে সাতক্ষীরা সদর হাসপাতাল

সাতক্ষীরা সদর হাসপাতাল
সাতক্ষীরা সদর হাসপাতাল  © টিডিসি

চিকিৎসক সংকটে সাতক্ষীরা সদর হাসপাতালের সেবার মান ভেঙে পড়েছে। দীর্ঘদিন ধরে সার্জারি, মেডিসিন, গাইনি, অর্থপেডিকস, চক্ষু বিভাগসহ ১০টি গুরুত্বপূর্ণ পদে চিকিৎসক নেই। মাত্র ১২ জন চিকিৎসক দিয়ে ১০০ শয্যার এই হাসপাতাল পরিচালিত হচ্ছে। যেখানে প্রতিদিন ভর্তি থাকে প্রায় ২০০ রোগী এবং বহির্বিভাগে আরও ২০০ থেকে ৪০০ রোগী চিকিৎসা নিতে আসেন।

বিশেষজ্ঞ চিকিৎসক না থাকায় জেলার গ্রামাঞ্চল থেকে আসা রোগীরা সঠিক চিকিৎসাসেবা পাচ্ছেন না। জরুরি অপারেশন বন্ধ থাকায় অনেকেই বাধ্য হয়ে বেসরকারি ক্লিনিক বা হাসপাতালে যাচ্ছেন, যেখানে দালালদের মাধ্যমে রোগীদের কাছ থেকে মোটা অঙ্কের অর্থ আদায় করা হচ্ছে।

সদর হাসপাতালে চিকিৎসা নিতে আসা আশাশুনি উপজেলার আবদুর রশিদ গাজী ও কাছেদ আলী মোড়ল জানান, দীর্ঘ পথ পাড়ি দিয়ে হাসপাতালে গিয়ে তারা জানতে পারেন, এখানে কোনো অর্থোপেডিকস বা চক্ষু বিশেষজ্ঞ নেই। 

ধুলিহরের মোকলেছুর রহমান অভিযোগ করেন, তার বৃদ্ধ বাবার জন্য মেডিসিন বিশেষজ্ঞ দেখাতে গিয়ে চিকিৎসা না নিয়েই ফিরতে হয়েছে।

satkhira Inner

সাতক্ষীরা সদর হাসপাতালে ভর্তি হওয়া রোগীরা

এ বিষয়ে জানতে চাইলে সাতক্ষীরা সিভিল সার্জন ডা. মো. আব্দুস সালাম জানান, চিকিৎসক ও অন্যান্য জনবল সংকটের বিষয়ে একাধিকবার ঊর্ধ্বতন কর্তৃপক্ষকে অবহিত করা হলেও এখনো কোনো কার্যকর পদক্ষেপ নেওয়া হয়নি। তবে সীমিত জনবল নিয়েও রোগীদের সর্বোচ্চ সেবা দেওয়ার চেষ্টা চলছে।

সাতক্ষীরা সদর হাসপাতালের এই সংকটময় পরিস্থিতি দ্রুত সমাধান না হলে সাধারণ মানুষের চিকিৎসা সেবা আরও বিপর্যস্ত হবে। প্রয়োজনীয় উদ্যোগ গ্রহণের দাবি জানিয়েছেন ভুক্তভোগীরা।


সর্বশেষ সংবাদ