বিটিএস ‘আসক্ত’ নিখোঁজ দুই মাদ্রাসা ছাত্রী দুইদিন পর উদ্ধার

  © সংগৃহীত

বিটিএসে আসক্ত হয়ে নেত্রকোণার একটি মহিলা মাদ্রাসা থেকে নিখোঁজ হয় দুই মাদ্রাসা ছাত্রী। পরে গাজীপুরের পোশাক কারখানা থেকে দুইদিন পর তাদের উদ্ধার করেছে পুলিশ। মঙ্গলবার (১৭ ডিসেম্বর) দুপুরে আটপাড়া থানার (ভারপ্রাপ্ত কর্মকর্তা) ওসি মোহাম্মদ আশরাফুজ্জামান এ তথ্য নিশ্চিত করেছেন। 

আটপাড়া থানার ওসি জানান, বৃহস্পতিবার (১২ ডিসেম্বর) ওই দুই মাদ্রাসা ছাত্রী মানব পাচারকারী অ্যাপস বিটিএসের স্টিকার সংগ্রহ করে পরদিন শুক্রবার বাড়ি থেকে বের হয়ে যান। পরে রোববার (১৫ ডিসেম্বর) বিকেলে গাজীপুরের টঙ্গি পশ্চিম থানা এলাকার একটি পোশাক কারখানায় তাদের সন্ধান পাওয়া যায়। ওইদিন সন্ধ্যায় পোশাক কারখানার প্রোডাকশন ম্যানেজার পুলিশের কাছে হস্তান্তর করেন। 

পুলিশ ও নিখোঁজ দুই ছাত্রীর পরিবার সূত্রে জানা যায়, নিখোঁজ দুই শিক্ষার্থী নেত্রকোণার আটপাড়া উপজেলার হযরত ফাতেমা (রাযি.)  মহিলা মাদ্রাসার ষষ্ঠ শ্রেণির শিক্ষার্থী। বৃহস্পতিবার (১২ ডিসেম্বর) মাদ্রাসার উদ্দেশ্যে বাড়ি থেকে বের হন। পরে উপজেলার বিভিন্ন দোকান থেকে বিটিএসের বিভিন্ন স্টিকার সংগ্রহ করে। শুক্রবার (১৩ ডিসেম্বর) বিকালে কাউকে কিছু না জানিয়ে তারা বাড়ি থেকে বের হয়ে যায়।

আত্মীয়স্বজনসহ বিভিন্ন জায়গায় খোঁজার পর সন্ধান না পেয়ে রাতে থানায় অভিযোগ করেন ভুক্তভোগী পরিবার। এর মধ্যে নিখোঁজ শিক্ষার্থীরা গাজীপুরের পশ্চিম টঙ্গি থানা এলাকায় গিয়ে পোশাক কারখানায় চাকরি নেন। দুইদিন পর তাদের পোশাক কারখানা থেকে উদ্ধার করা হয়। 

নিখোঁজ এক ছাত্রীর বাবা জানান, তারা মানব পাচারকারী গ্রুপ বিটিএসে আসক্ত ছিল। বিটিএসের পেইজে তারা ছবি পাঠায়। বিদেশে পাঠানো আশ্বাস পেয়ে তারা বাড়ি থেকে বের হয়ে টঙ্গি যায়। তারা যার কাছে ছিল যত্নেই ছিল। অবশেষে তাদের পেয়ে আমরা চিন্তামুক্ত হলাম।

আটপাড়া থানার ওসি মোহাম্মদ আশরাফুজ্জামান জানান, উদ্ধারের পর ওই দুই ছাত্রীকে পরিবারের কাছে বুঝিয়ে দেওয়া হয়েছে।


সর্বশেষ সংবাদ

×
  • Application Deadline
  • December 17, 2025
  • Admission Test
  • December 19, 2025
APPLY
NOW!
GRADUATE ADMISSION
SPRING 2026!
NORTH SOUTH UNIVERSITY
Center of Excellence