২১ নভেম্বর মুক্তিযোদ্ধা সমাবেশে অংশ নিবেন খালেদা জিয়া

বেগম খালেদা জিয়া
বেগম খালেদা জিয়া  © সংগৃহীত

মহান বিজয় দিবস উপলক্ষ্যে 'মুক্তিযোদ্ধা সমাবেশ' এর আয়োজন করবে জাতীয়তাবাদী মুক্তিযোদ্ধা দল। এই সমাবেশে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে বক্তব্য রাখবেন বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়া। আগামী শনিবার (২১ ডিসেম্বর) রাজধানীর বঙ্গবন্ধু আন্তর্জাতিক সম্মেলন কেন্দ্রে সমাবেশটি অনুষ্ঠিত হবে।

শুক্রবার (১৪ ডিসেম্বর) গণমাধ্যমকে বিষয়টি নিশ্চিত করেছেন বিএনপির মিডিয়া সেলের সদস্য শায়রুল কবির খান। 

তিনি বলেন, ‘আল্লাহ ম্যাডামকে শারীরিকভাবে সুস্থ রাখলে আগামী শনিবার (২১ ডিসেম্বর) রাজধানীর চীন মৈত্রী সম্মেলন কেন্দ্রে অনুষ্ঠেয় মুক্তিযোদ্ধা দলের সমাবেশে তিনি যোগ দেবেন।’

এর আগে, শনিবার রাতে বিএনপি চেয়ারপারসনের গুলশানের বাসভবনে দলের স্থায়ী কমিটির সদস্য মেজর (অব.) হাফিজ উদ্দিন আহমদ এবং মুক্তিযোদ্ধা দল সভাপতি ইশতিয়াক আজিজ উলফাত খালেদা জিয়ার সঙ্গে সাক্ষাৎ করেন। এসময় তারা বিএনপি চেয়ারপারসনকে সমাবেশে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থাকার জন্য অনুরোধ করলে তিনি  সম্মতি জানান।

ইশতিয়াক আজিজ উলফাত পরে গণমাধ্যমকে জানান, 'খালেদা জিয়া বলেছেন, তিনি সুস্থ থাকলে ২১ ডিসেম্বর সমাবেশে অংশ নেবেন।'

প্রসঙ্গত, গত ২১ নভেম্বর সেনাকুঞ্জে সশস্ত্র বাহিনী দিবসের সংবর্ধনা অনুষ্ঠানে উপস্থিত ছিলেন বেগম খালেদা জিয়া। এর মাধ্যমে তিনি দীর্ঘ ১৫ বছর পর সশরীরে কোনো অনুষ্ঠানে যোগদান করেন তিনি। এর আগে, ২০১৭ সালের ১২ নভেম্বর রাজধানীর সোহরাওয়ার্দী উদ্যানে বিপ্লব ও সংহতি দিবসের অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে যোগ দিয়েছিলেন খালেদা জিয়া।


সর্বশেষ সংবাদ

×
  • Application Deadline
  • December 17, 2025
  • Admission Test
  • December 19, 2025
APPLY
NOW!
GRADUATE ADMISSION
SPRING 2026!
NORTH SOUTH UNIVERSITY
Center of Excellence