বাংলাদেশে আসছেন নাসার প্রধান নভোচারী, শিক্ষার্থীদের সঙ্গে করবেন মতবিনিময়
- টিডিসি ডেস্ক
- প্রকাশ: ১৩ ডিসেম্বর ২০২৪, ০৭:০১ PM , আপডেট: ১৩ ডিসেম্বর ২০২৪, ০৭:০১ PM
বাংলাদেশে আসছেন নাসার প্রধান নভোচারী জোসেফ এম আকাবা। দেশে অবস্থানকালে শিক্ষার্থী ও তরুণ প্রজন্মসহ গণমাধ্যমের সঙ্গে মতবিনিময় করবেন তিনি।
শুক্রবার (১৩ ডিসেম্বর) বাংলাদেশে যুক্তরাষ্ট্রের দূতাবাসের এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।
বিজ্ঞপ্তিতে বলা হয়, বাংলাদেশে প্রথমবারের মতো সফর করছেন নাসার প্রধান নভোচারী। সফরকালে শিক্ষার্থীদের সাথে তার এক আলোচনা পর্ব অনুষ্ঠিত হবে। যেখানে তিনি তাদের মহাকাশ বিজ্ঞান, রোবোটিক্স এবং স্টেম (বিজ্ঞান, প্রযুক্তি, প্রকৌশল, গণিত) শিক্ষায় ক্যারিয়ার গড়তে অনুপ্রাণিত করবেন। মহাকাশ অনুসন্ধানের মাধ্যমে প্রযুক্তির অগ্রগতি ও বৈশ্বিক চ্যালেঞ্জসহ জলবায়ু সংকট মোকাবিলা নিয়েও আলোচনা করা হবে।
আরও বলা হয়, বাংলাদেশে অবস্থানকালে নাসার প্রধান নভোচারী জোসেফ এম আকাবা একটি টেলিভিশনের সাক্ষাৎকারে অংশগ্রহণ করবেন। যেখানে তিনি বৈশ্বিক বিজ্ঞান ও প্রযুক্তিতে নাসার অবদান এবং মহাকাশ গবেষণা ও প্রযুক্তি উদ্ভাবনে সহযোগিতার মাধ্যমে বাংলাদেশ কীভাবে লাভবান হতে পারে, তা নিয়ে আলোচনা করবেন।
উল্লেখ্য, নাসার প্রধান নভোচারী আকাবা যুক্তরাষ্ট্রের একজন শিক্ষক, হাইড্রোজিওলজিস্ট এবং পিসকর্পসের প্রাক্তন স্বেচ্ছাসেবক। ২০০৪ সালের মে মাসে নাসার মহাকাশচারী প্রার্থীরূপে মনোনীত প্রথম পুয়ের্তো রিকো বংশোদ্ভূত ব্যক্তি তিনি। ২০২৩ সালে আকাবাকে নাসার নভোচারী কার্যালয়ের প্রধান হিসেবে নিয়োগ দেওয়া হয়।