১ জানুয়ারি সব শ্রেণির নতুন বই দেওয়া সম্ভব নয়: ড. সালেহউদ্দিন

অর্থ উপদেষ্টা ড. সালেহউদ্দিন আহমেদ
অর্থ উপদেষ্টা ড. সালেহউদ্দিন আহমেদ  © সংগৃহীত

সব শ্রেণির নতুন সব কটি বই ১ জানুয়ারিতে দেওয়া সম্ভব হবে না বলে জানিয়েছেন অর্থ উপদেষ্টা ড. সালেহউদ্দিন আহমেদ। আজ বুধবার (১১ ডিসেম্বর) সরকারি ক্রয় সংক্রান্ত উপদেষ্টা পরিষদ কমিটির বৈঠক শেষে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে তিনি এ কথা বলেন।

অর্থ উপদেষ্টা বলেন, পাঠ্যপুস্তক বোর্ডের সব শ্রেণির নতুন সব কটি বই ১ জানুয়ারিতে দেওয়া সম্ভব হবে নয়। বৈঠকে নবম ও দশম শ্রেণির বই ছাপানোর অর্থ ছাড়া দেওয়া হয়েছে।
 
দেশে নিত্যপণ্যের বাজার স্থিতিশীল আছে জানিয়ে অর্থ উপদেষ্টা বলেন, বাজার এমন একটা বিষয়; একটা জিনিসের দাম কমবে, একটা বাড়বে। সব কিছুর দাম এক সঙ্গে কমবে না। দাম কমলে সেটা বলা হয় না। সরকারি কেনাকাটায় স্বচ্ছতা–দ্রুততা নিশ্চিত করা হচ্ছে।

আরও পড়ুন: ভবিষ্যতে কেউ টাকা পাচার করলেই ধরা পড়বে: অর্থ উপদেষ্টা

তিনি বলেন, সরকার কর্মব্যস্ত জনগণের জন্য কাজ করছে। পণ্যমূল্যের আন্তর্জাতিক বাজার আমরা নিয়ন্ত্রণ করতে পারি না। 

বৈঠকে সরকারি ক্রয় কমিটি তরলীকৃত প্রাকৃতিক গ্যাস (এলএনজি), সার, মসুর ডাল ও ভোজ্যতেল ক্রয় অনুমোদন দিয়েছে বলেও জানিয়েছেন অর্থ উপদেষ্টা।


সর্বশেষ সংবাদ