ফের মিয়ানমার সীমান্তে ভেসে আসছে গোলার বিকট শব্দ

মিয়ানমারে সংঘাত
মিয়ানমারে সংঘাত  © ফাইল ফটো

মিয়ানমারে চলমান সংঘাতে সীমান্ত এলাকার ভেসে আসছে গোলার বিকট শব্দ। বৃহস্পতিবার (২৮ নভেম্বর) রাত ৯টায় সীমান্তে যুদ্ধ বিমানের হামলায় টেকনাফের জাদিমুড়া থেকে শাহপরীর দ্বীপ পর্যন্ত কেঁপে উঠেছে। এতে সীমান্ত এলাকায় থমথমে পরিস্থিতি বিরাজ করছে। 

জানা গেছে, রাখাইনের পেরাংপুল ও আশিক্ক্যা পাড়ায় জান্তা সরকার যুদ্ধবিমান নিয়ে হামলা করেছে। মূলত আরকান আর্মির দখলে থাকা চৌকি উদ্ধারে নতুন করে হামলা চালাচ্ছে। ফলে নতুন করে সীমান্তে অনুপ্রবেশের শঙ্কাও বাড়তে পারে। 

স্থানীয়রা জানান, মিয়ানমার সরকারের কাছ থেকে রাখাইন রাজ্য দখলে নিতে সেনাবাহিনীর সঙ্গে আরাকান আর্মি যুদ্ধ করছে। সেখানে খুব ভয়াবহ যুদ্ধ চলছে। যতটুকু খবর পেয়েছি, আরাকান আর্মি রাখাইন রাজ্যের অনেক গ্রাম ও শহর দখল করেছে।

টেকনাফের উপজেলা নির্বাহী কর্মকর্তার দায়িত্বে থাকা সহকারী কমিশনার (ভূমি) আরিফ উল্লাহ নিজামী বলেন, মিয়ানমারের গোলার বিকট শব্দে আমার বাসভবনও কেঁপে উঠেছে। এ ধরনের হামলায় সীমান্তের লোকজন যাতে আতঙ্কিত না হয় সেজন্য খোঁজ খবর রাখা হচ্ছে। পাশাপাশি সীমান্তে আমাদের কোস্ট গার্ড-বিজিবি সদস্যরা সতর্ক অবস্থানে রয়েছে। 


সর্বশেষ সংবাদ

×
  • Application Deadline
  • December 17, 2025
  • Admission Test
  • December 19, 2025
APPLY
NOW!
GRADUATE ADMISSION
SPRING 2026!
NORTH SOUTH UNIVERSITY
Center of Excellence