চরফ্যাশন ক্যাডেট স্কুল অ্যান্ড কলেজে ত্রৈমাসিক বিতর্ক প্রতিযোগিতা

ভোলা চরফ্যাশন উপজেলার সুনামধন্য শিক্ষাপ্রতিষ্ঠান চরফ্যাশন ক্যাডেট স্কুল অ্যান্ড কলেজে ত্রৈমাসিক বিতর্ক প্রতিযোগিতা অনুষ্ঠিত হয়েছে। বৃহস্পতিবার (২৮ নভেম্বর) সকাল ১০ টায় চরফ্যাশন ক্যাডেট স্কুল অ্যান্ড কলেজের হল রুমে এই প্রতিযোগিতার আয়োজন করা হয়।

ত্রৈমাসিক বিতর্ক প্রতিযোগিতায় চরফ্যাশন ক্যাডেট স্কুল অ্যান্ড কলেজের অধ্যক্ষ গালিব মোহাম্মদ জিল্লুর রহমানের সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন চরফ্যাশন উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিসার মো. মহিউদ্দিন।

প্রধান অতিথির বক্তব্যে তিনি বলেন, শুদ্ধাচার চর্চা মানবজীবন, সমাজ ও রাষ্ট্রের জন্য খুবই গুরুত্বপূর্ণ বিষয়। আমাদের বাচ্চাদের শিশু বয়সেই শুদ্ধাচার চর্চা করলে প্রকৃত মানুষ হিসাবে গড়ে তোলা সহজ হবে। 

তিনি আরও বলেন, সকলের বাবা-মা রাজা-বাদশা হয় না, প্রতিদিন যাদের একই জামা পরে, ছেঁড়া জুতো পায়ে স্কুলে যেতে হয়, তাদেরকে অবহেলা, অবজ্ঞা করা যাবে না। সকলকে সত্য বুঝার ও সত্যের সাথে চলার তাগিদ দেন। প্রতিযোগিতায় জয় পরাজয়ের বিষয়টি মুখ্য নয় বরং অংশগ্রহণ করে কিছু শিখাটাই বড় প্রাপ্তি।

চরফ্যাশন ক্যাডেট স্কুল অ্যান্ড কলেজের অধ্যক্ষ গালিব মোহাম্মদ জিল্লুর রহমান বলেন, যদি তোমরা মনযোগী হও তাহলে এ বিতর্ক সচেতনতা বৃদ্ধির জাদুকাঠি হবে। আমরা স্বপ্ন দেখা মানুষেরা, আমাদের নতুন প্রজন্মকে নিয়ে স্বপ্ন দেখতে চাই। শিক্ষার্থীদেরকে অনলাইন গেমিং ও অসুস্থ বিনোদন থেকে বের করার জন্য প্রতিনিয়তই ভিন্নধর্মী আয়োজন করে আসছে চরফ্যাশন ক্যাডেট স্কুল অ্যান্ড কলেজ। 

এসময় বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, চরফ্যাশন ক্যাডেট স্কুলে অ্যান্ড কলেজের চেয়ারম্যান মো.ফরিদ উদ্দিন, উপাধ্যক্ষ মো. মনিরুল ইসলাম, কুঞ্জ লাল দে, চরফ্যাশন ক্যাডেট স্কুলে অ্যান্ড কলেজের পরিচালক মো: জাহাঙ্গীর আলম।

প্রতিযোগিতায় মডারেটর ও বিচারকের দায়িত্ব পালন করেন সহকারী শিক্ষক মাইমুন নাহার রাবেয়া, সাবিনা ইয়াসমিন,শারমিন সুলতানা, রাওশান স্বর্না ও আফরোজা মিশু।

উল্লেখ্য, বিতর্ক প্রতিযোগিতার বিষয় ছিল ‘শিক্ষার্থীদের বিজ্ঞানমনস্ক করে গড়ে তুলতে কেবল ক্লাসের পড়াশুনা যথেষ্ট নয়, ‘ আঞ্চলিক ভাষার রাজ্যে কে সেরা, ‘পরিবেশ বির্পযয় মোকাবেলায় এই শতাব্দীর সবচেয়ে বড় চ্যালেঞ্জ’ ইত্যাদি।


সর্বশেষ সংবাদ

×
  • Application Deadline
  • December 17, 2025
  • Admission Test
  • December 19, 2025
APPLY
NOW!
GRADUATE ADMISSION
SPRING 2026!
NORTH SOUTH UNIVERSITY
Center of Excellence