চীন সফরে গেলেন জামায়াত ও অন্যান্য দলের প্রতিনিধিরা

সব ইসলামি দলের প্রতিনিধিরা
সব ইসলামি দলের প্রতিনিধিরা  © সংগৃহীত

চীন সরকারের আমন্ত্রণে জামায়াতে ইসলামীর নেতৃত্বে অন্যান্য ইসলামী দলের প্রতিনিধিরা দেশটির উদ্দেশে ঢাকা ত্যাগ করেছেন।

বুধবার (২৭ নভেম্বর) রাত সোয়া ১১টায় ঢাকার হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দর থেকে চায়না সাউদার্ন এয়ারলাইন্সের একটি ফ্লাইট রওনা দেয়। আগামী ৫ ডিসেম্বর সফর শেষে এই প্রতিনিধি দলের দেশে ফেরার কথা রয়েছে।

আট দিনের সফরের এই প্রতিনিধি দলে রয়েছেন বাংলাদেশ জামায়াতে ইসলামীর নায়েবে আমির ও সাবেক এমপি ডা. সৈয়দ আব্দুল্লাহ মোহাম্মদ তাহের, সহকারী সেক্রেটারি জেনারেল মাওলানা এ টি এম মাসুম, মাওলানা রফিকুল ইসলাম খান, অ্যাডভোকেট এহসানুল মাহবুব জুবায়ের, অ্যাডভোকেট মোয়াজ্জেম হোসেন হেলাল, কেন্দ্রীয় নির্বাহী পরিষদ সদস্য ও প্রচার সেক্রেটারি অ্যাডভোকেট মতিউর রহমান আকন্দ, কেন্দ্রীয় নির্বাহী পরিষদ সদস্য ও ঢাকা মহানগরী দক্ষিণের আমির মো. নুরুল ইসলাম বুলবুল, কেন্দ্রীয় নির্বাহী পরিষদ সদস্য ও ঢাকা মহানগর উত্তরের আমির মো. সেলিম উদ্দিন, ইসলামী ছাত্রশিবিরের সেক্রেটারি জেনারেল জাহিদুল ইসলাম ও দৈনিক সংগ্রামের চিফ রিপোর্টার শামসুল আরেফিন।

এ ছাড়া সফরে অন্যান্য ইসলামী দলের নেতাদের মধ্যে রয়েছেন খেলাফত মজলিসের নায়েবে আমির অধ্যাপক ড. আহমদ আব্দুল কাদের, হেফাজতে ইসলামের যুগ্ম মহাসচিব মাওলানা আজিজুল হক ইসলামাবাদী, বাংলাদেশ খেলাফত আন্দোলনের আমির মাওলানা আবু জাফর কাসেমী, এবং বাংলাদেশ নেজামে ইসলাম পার্টির মহাসচিব মাওলানা মুসা বিন ইজহার।

বিমানবন্দরে প্রতিনিধিদলকে বিদায় জানাতে উপস্থিত ছিলেন ঢাকা মহানগর দক্ষিণের প্রতিনিধিরা। তাদের মধ্যে ছিলেন জামায়াতে ইসলামীর কেন্দ্রীয় কর্মপরিষদ সদস্য ও ঢাকা মহানগর দক্ষিণের নায়েবে আমির অ্যাডভোকেট ডক্টর হেলাল উদ্দিন, কেন্দ্রীয় কর্মপরিষদ সদস্য ও মহানগর দক্ষিণের সেক্রেটারি ড. শফিকুল ইসলাম মাসুদ, কেন্দ্রীয় মজলিসে শূরা সদস্য ও ঢাকা মহানগর দক্ষিণের সহকারী সেক্রেটারি মো. কামাল হোসাইন, ড. মুহাম্মাদ আব্দুল মান্নান, মহানগর দক্ষিণের কর্মপরিষদ সদস্য কামরুল আহসান হাসান ও সহকারী অফিস সম্পাদক আবদুস সাত্তার সুমনসহ নেতারা।

১৪ সদস্যের এই দলের নেতৃত্ব দেবেন জামায়াতে ইসলামীর কেন্দ্রীয় নায়েবে আমির ও সাবেক সংসদ সদস্য সৈয়দ আবদুল্লাহ মো. তাহের।

জামায়াতসহ কোনো ইসলামি দলের নেতাদের চীনের ক্ষমতাসীন দলের আমন্ত্রণে সে দেশে যাওয়ার ঘটনা এই প্রথম।


সর্বশেষ সংবাদ

×
  • Application Deadline
  • December 17, 2025
  • Admission Test
  • December 19, 2025
APPLY
NOW!
GRADUATE ADMISSION
SPRING 2026!
NORTH SOUTH UNIVERSITY
Center of Excellence