আইনজীবী সাইফুল হত্যাকাণ্ডে জড়িত ব্যক্তিদের গ্রেপ্তারের দাবি হিন্দু বৌদ্ধ খ্রিস্টান ঐক্য পরিষদের

হিন্দু বৌদ্ধ খ্রিস্টান ঐক্য পরিষদ
হিন্দু বৌদ্ধ খ্রিস্টান ঐক্য পরিষদ

চট্টগ্রামের আইনজীবী সাইফুল ইসলামের হত্যাকাণ্ডে জড়িত ব্যক্তিদের অনতিবিলম্বে গ্রেপ্তারের দাবি জানিয়েছে হিন্দু বৌদ্ধ খ্রিস্টান ঐক্য পরিষদ। পাশাপাশি এ ঘটনায় নিরপরাধ কেউ যাতে হয়রানির শিকার না হন, সে ব্যাপারে প্রশাসনকে সচেতন থাকার আহ্বান জানায়।

বুধবার (২৭ নভেম্বর) গণমাধ্যমে পাঠানো এক সংবাদ বিবৃতিতে এ দাবি জানিয়েছেন পরিষদের নেতারা।

ঐক্য পরিষদের ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক মনীন্দ্র কুমার নাথ স্বাক্ষরিত এ বিবৃতিতে বলা হয়, সম্মিলিত সনাতনী জাগরণ জোটের মুখপাত্র চিন্ময় কৃষ্ণ দাস ব্রহ্মচারীর জামিন নামঞ্জুরের পরবর্তী সময়ে তাঁর ভক্ত ও অনুসারী এবং আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর মধ্যে সংঘর্ষ হয়। তখন চট্টগ্রাম জেলা জজ আদালতের অদূরে রঙ্গম সিনেমা হলের কাছাকাছি স্থানে অজ্ঞাতপরিচয় দুষ্কৃতকারীরা আইনজীবী সাইফুল ইসলামকে হত্যা করে। ঐক্য পরিষদ এ হত্যাকাণ্ডের তীব্র নিন্দা ও প্রতিবাদ জানিয়ে জড়িত ব্যক্তিদের গ্রেপ্তার করে শাস্তি নিশ্চিত করতে সরকারের প্রতি দাবি জানান।

এ ছাড়া বিবৃতিতে চিন্ময় কৃষ্ণ দাসকে ঢাকা বিমানবন্দরে আটকের প্রতিবাদে শাহবাগ চত্বরে আয়োজিত বিক্ষোভ সমাবেশে আইনশৃঙ্খলা রক্ষাকারী কর্তৃপক্ষের সঙ্গে সংঘর্ষ চলাকালে ঢাকা জেলা আইনজীবী সমিতির সদস্য রমেন রায়ের মাথায় গুরুতর জখমের ঘটনার তীব্র নিন্দা ও প্রতিবাদ জানানো হয়। রমেন রায় এখন ঢাকার একটি বেসরকারি হাসপাতালে চিকিৎসাধীন উল্লেখ করে পরিষদ তাঁর সুচিকিৎসা নিশ্চিত করতে সরকারের কাছে আবেদন জানায়।

বিবৃতিতে দেশের চলমান পরিস্থিতিতে সাম্প্রদায়িক সম্প্রীতি রক্ষায় ঐক্য পরিষদ সরকার, প্রশাসন ও শান্তিপ্রিয় ধর্মপ্রাণ জনগণের প্রতি উদাত্ত আহ্বান জানিয়েছে।


সর্বশেষ সংবাদ

×
  • Application Deadline
  • December 17, 2025
  • Admission Test
  • December 19, 2025
APPLY
NOW!
GRADUATE ADMISSION
SPRING 2026!
NORTH SOUTH UNIVERSITY
Center of Excellence