ছাত্রলীগকে গণধোলাই দিতে বলা সেই ওসি প্রত্যাহার

মতবিনিময় সভায় ওসি আহসান হাবিব খান
মতবিনিময় সভায় ওসি আহসান হাবিব খান  © সংগৃহীত

বিএনপির মতবিনিময় সভায় ছাত্রলীগকে গণধোলাই দিয়ে থানায় সোপর্দ করতে বলা চট্টগ্রামের দক্ষিণ রাঙ্গুনিয়া থানার ওসি আহসান হাবিব খানকে প্রত্যাহার করা হয়েছে।

আজ মঙ্গলবার (২৬ নভেম্বর) সকালে তাঁকে দামপাড়া পুলিশ লাইনে সংযুক্ত করা হয়। বিষয়টি গণমাধ্যমে নিশ্চিত করেছেন চট্টগ্রাম জেলা পুলিশের অতিরিক্ত সুপার (ডিবি) রাসেল।

তিনি জানান, প্রশাসনিক কারণে দক্ষিণ রাঙ্গুনিয়া থানার ওসিকে বদলি করে নতুন ওসি পদায়ন করা হয়েছে।

জানা গেছে, পুলিশ পরিদর্শক মো. জাহেদুল ইসলামকে নতুন ওসি হিসেবে পদায়ন করা হয়েছে। গত ১৬ নভেম্বর দক্ষিণ রাঙ্গুনিয়া থানার ওসি হিসেবে যোগদান করেছিলেন আহসান হাবিব। 

এর আগে গত রোববার সন্ধ্যায় ছাত্রলীগকে গণধোলাই দিয়ে থানায় সোপর্দের আহ্বান জানান চট্টগ্রামের দক্ষিণ রাঙ্গুনিয়া থানার ওসি আহসান হাবিব খান। চট্টগ্রামের রাঙ্গুনিয়া উপজেলার সরফভাটা ইউনিয়নে স্থানীয় বিএনপি, যুবদল ও ছাত্রদল নেতাদের সঙ্গে মতবিনিময় সভায় তিনি এ কথা বলেন। ওসির এমন রাজনৈতিক বক্তব্যের ভিডিও সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়লে সমালোচনা শুরু হয়। এটিকে অপেশাদার আচরণ বলেছেন পুলিশের ঊর্ধ্বতন কর্মকর্তারা। 

সভার ভিডিওতে ওসি আহসান হাবিবকে বলতে শোনা যায়, ‘বিশেষ করে একটি কথা বলতে চাই, যারা ৫ আগস্টের আগে বিভিন্ন মানুষের বাড়িঘর ভাঙচুর করেছে, মারপিট করছে তাদের দক্ষিণ রাঙ্গুনিয়ার মধ্যে গণধোলাই দিয়া থানায় নিয়া আসবেন। বিশেষ করে ছাত্রলীগ ঠাঁই পাবে না। আপনাদের এই পর্যায়ে যদি আওয়ামী লীগ থাকতো আপনাদের ঠ্যাং-ঠোং (হাত-পা) ল্যাংড়া হয়ে যেতো।'

যুদ্ধাপরাধে ফাঁসি হওয়া সালাউদ্দিন কাদের চৌধুরীর আত্মার মাগফেরাত কামনা করে বক্তব্য শুরু করেন ওসি। তাতে উল্লেখ করেন, ‘রাঙ্গুনিয়ার বীর সন্তান শহীদ সালাহউদ্দিন কাদের চৌধুরীর বিদেহী আত্মার মাগফিরাত কামনা করে আমি আমার বক্তব্য শুরু করছি।’ ওসি তার বক্তব্যে বলেন, ‘৫ আগস্টে ছাত্র-জনতার অভ্যুত্থানের মূল মাস্টারমাইন্ড আমাদের আদর্শ তারেক রহমান। তার নির্দেশে ঢাকাকে ছয়টি সেক্টরে ভাগ করা হয়েছে। এই ছয় সেক্টরের লোকজনই নতুন করে স্বাধীন করেছে।’ 

এছাড়াও নানা রাজনৈতিক বক্তব্য দেন তিনি। বক্তব্য প্রসঙ্গে সোমবার রাতে দক্ষিণ রাঙ্গুনিয়া থানার ওসি আহসান হাবিব খান  বলেন, ‘অনিচ্ছাকৃত ভুল হয়ে গেছে। আমি বক্তব্য প্রত্যাহার করে নিচ্ছি। বিষয়টি ক্ষমা দৃষ্টিতে দেখবেন।’


সর্বশেষ সংবাদ

×
  • Application Deadline
  • December 17, 2025
  • Admission Test
  • December 19, 2025
APPLY
NOW!
GRADUATE ADMISSION
SPRING 2026!
NORTH SOUTH UNIVERSITY
Center of Excellence