ইসলামী ব্যাংক চট্টগ্রাম অঞ্চলের ব্যবসায় উন্নয়ন সম্মেলন অনুষ্ঠিত

সম্মেলনে উপস্থিত আগত অতিথিবৃন্দ
সম্মেলনে উপস্থিত আগত অতিথিবৃন্দ  © টিডিসি ফটো

ইসলামী ব্যাংক বাংলাদেশ পিএলসি-এর চট্টগ্রাম উত্তর ও দক্ষিণ জোন এবং খাতুনগঞ্জ ও আগ্রাবাদ কর্পোরেট শাখা সম্প্রতি ব্যবসায় উন্নয়ন সম্মেলনের আয়োজন করেছে। সোমবার (২৫ নভেম্বর) ইসলামী ব্যাংক ট্রেইনিং এন্ড রিসার্চ একাডেমি (আইবিটিআরএ)-এর চট্টগ্রাম আঞ্চলিক কার্যালয়ে সম্মেলনটি অনুষ্ঠিত হয়।

সম্মেলনে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ব্যাংকের চেয়ারম্যান ওবায়েদ উল্যাহ আল মাসুদ। গেস্ট অব অনার হিসেবে অংশ নেন ব্যাংকের রিস্ক ম্যানেজমেন্ট কমিটির চেয়ারম্যান প্রফেসর ড. এম মাসুদ রহমান এবং অডিট কমিটির চেয়ারম্যান মোঃ আবদুস সালাম, এফসিএ, এফসিএস। 

সম্মেলনে সভাপতিত্ব করেন ম্যানেজিং ডাইরেক্টর মুহাম্মদ মুনিরুল মওলা। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন অ্যাডিশনাল ম্যানেজিং ডাইরেক্টর মোঃ ওমর ফারুক খান এবং এক্সিকিউটিভ ভাইস প্রেসিডেন্ট মোঃ মজনুজ্জামান। 

চট্টগ্রাম দক্ষিণ জোনপ্রধান মিয়া মোহাঃ বরকত উল্যাহ স্বাগত বক্তব্য দেন। এছাড়া আরও বক্তব্য রাখেন চট্টগ্রাম উত্তর জোনপ্রধান এম. জুবায়ের আজম হেলালী, আগ্রাবাদ কর্পোরেট শাখাপ্রধান আবদুল নাসের, এবং খাতুনগঞ্জ কর্পোরেট শাখাপ্রধান মোহাম্মদ জামাল উদ্দীন।

এই সম্মেলনে চট্টগ্রাম উত্তর ও দক্ষিণ জোনের অধীনস্থ বিভিন্ন শাখাপ্রধান, কর্পোরেট শাখাসমূহের প্রধান, প্রধান কার্যালয়ের নির্বাহী এবং কর্মকর্তাবৃন্দ উপস্থিত ছিলেন। 

এই সম্মেলন ইসলামী ব্যাংকের ব্যবসায় উন্নয়নে অগ্রগতির প্রতিশ্রুতি এবং কর্পোরেট দায়িত্ব পালনের ক্ষেত্রে নতুন দিগন্ত উন্মোচনের একটি পদক্ষেপ হিসেবে বিবেচিত হচ্ছে।


সর্বশেষ সংবাদ

X
APPLY
NOW!