সাইবার নিরাপত্তা আইন বাতিলের নীতিগত সিদ্ধান্ত
- টিডিসি ডেস্ক
- প্রকাশ: ০৭ নভেম্বর ২০২৪, ০৫:৫১ PM , আপডেট: ০৭ নভেম্বর ২০২৪, ০৫:৫৫ PM
বহুল বিতর্কিত ও নিবর্তনমূলক সাইবার নিরাপত্তা আইন বাতিলের বিষয়ে চূড়ান্ত সিদ্ধান্ত নিয়েছে উপদেষ্টা পরিষদ। আজ বৃহস্পতিবার (৭ নভেম্বর) প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনূসের সভাপতিত্বে রাজধানীর তেজগাঁওয়ে প্রধান উপদেষ্টার কার্যালয়ে অনুষ্ঠিত উপদেষ্টা পরিষদের বৈঠকে এ সিদ্ধান্ত হয়।
বৈঠক শেষে পরিবেশ, বন ও জলবায়ু পরিবর্তনবিষয়ক উপদেষ্টা সৈয়দা রিজওয়ানা হাসান সাংবাদিকদের এ তথ্য নিশ্চিত করেছেন। এর আগে আইন উপদেষ্টা অধ্যাপক ড. আসিফ নজরুল ও তথ্য উপদেষ্টা নাহিদ ইসলাম বিতর্কিত এ আইনটি বাতিল করা হবে বলে সংবাদ সম্মেলনে ঘোষণা করেছিলেন।