সাবেক স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামানের ‘পিস্তল’ উদ্ধার

আসাদুজ্জামান খান কামাল
আসাদুজ্জামান খান কামাল  © সংগৃহীত

সাবেক স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান কামাল লাইসেন্স করা পিস্তল পরিত্যক্ত অবস্থায় উদ্ধারের দাবি করেছে তেজগাঁও থানা-পুলিশ। আজ বুধবার (৬ অক্টোবর) রাজধানীর মনিপুরী এলাকা থেকে ওই পিস্তল উদ্ধার করা হয়।

ডিএমপি মিডিয়া অ্যান্ড পাবলিক রিলেশনস বিভাগের উপ-পুলিশ কমিশনার (ডিসি) মুহাম্মদ তালেবুর রহমান এ তথ্য জানান।

তিনি বলেন, সাবেক স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খানের লাইসেন্সকৃত পিস্তল পরিত্যক্ত অবস্থায় উদ্ধার করেছে তেজগাঁও থানা পুলিশ।

আরও পড়ুন: প্রধান উপদেষ্টার পদত্যাগ চাইলেন সাবেক স্বরাষ্ট্রমন্ত্রী, ফেসবুকে যাচ্ছে নিয়মিত পোস্ট

এদিকে গত ১ অক্টোবর সাবেক স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান কামালকে ভারতের কলকাতার একটি পার্কে দেখা গেছে বলে বিভিন্ন সংবাদমাধ্যমের প্রতিবেদনে জানানো হয়।

আইনশৃঙ্খলা বাহিনীর কর্মকর্তাদের মতে, গত ৫ আগস্ট আওয়ামী লীগ সরকারের পতনের পর আওয়ামী লীগ নেতাসহ অনেকে অবৈধভাবে সীমান্ত অতিক্রম করার চেষ্টা করেন। তাদের অনেককে পুলিশ ও বিজিবি আটক করে।


সর্বশেষ সংবাদ