ছাত্রলীগ নিষিদ্ধ: রাজশাহীতে গরু নিয়ে আনন্দমিছিল, গণভোজ
- রাজশাহী প্রতিনিধি
- প্রকাশ: ০১ নভেম্বর ২০২৪, ১০:০৫ AM , আপডেট: ০১ নভেম্বর ২০২৪, ১০:১০ AM
আওয়ামী লীগের ভ্রাতৃপ্রতিম ছাত্রসংগঠন বাংলাদেশ ছাত্রলীগ নিষিদ্ধ ঘোষণার খুশিতে রাজশাহীতে গরু নিয়ে আনন্দমিছিল করেছে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনকারীরা।
বৃহস্পতিবার (৩১ অক্টোবর) বিকেল সাড়ে ৪টায় নগরীর আলুপট্টি মোড় থেকে শুরু হওয়া এই আনন্দমিছিলে অংশ নেয় বিভিন্ন স্কুল ও কলেজের শিক্ষার্থীরা। আনন্দ মিছিলটি নগরীর প্রধান সড়কগুলো প্রদক্ষিণ করে শিশু সিমলা পার্কের শিশু একাডেমিতে গিয়ে শেষ হয়।
মিছিলে নেতৃত্ব দেন বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের রাজশাহী অঞ্চলের সমন্বয়ক সোহেল রানা এবং রায়হান আলী।
শিক্ষার্থীরা জানায়, ছাত্রলীগ নিষিদ্ধ ঘোষণায় তারা উচ্ছসিত। সে কারণেই রাতে গণভোজের আয়োজন করা হয়েছে। দুপুর থেকে গণভোজের আয়োজন ঘিরে শিশু একাডেমিতে চলে প্রস্তুতি।
আন্দোলনকারী শিক্ষার্থীদের দাবি, তাদের নিজস্ব অর্থ ও শুভাকাঙ্ক্ষীদের সহায়তায় গরুটি কেনা হয়েছে।