তারা দলাদলি করে, সরকারের চামচামি করে: বাপ্পারাজ

অভিনেতা বাপ্পারাজ
অভিনেতা বাপ্পারাজ  © সংগৃহীত

অভিনেতা বাপ্পারাজ। আশি দশকের মাঝামাঝির দিকে নিজের অভিনয় দক্ষতা দিয়ে দর্শকমহলে ব্যাপক জনপ্রিয়তা অর্জন করেন। তিনি মূলত মেলোড্রামা, রোমান্টিক এবং অ্যাকশনধর্মী ছবিতে অভিনয়ের জন্য বিখ্যাত।

বর্তমানে লাইমলাইটের বাইরে রয়েছেন। তবে মাঝেমধ্যে সামাজিক যোগাযোগমাধ্যমে ভক্ত-অনুরাগীদের মাঝে নিজের মত প্রকাশ করেন। একটি পোস্ট দিয়ে তিনি ক্যাপশনে লিখেছেন, ‘কতদিন ফুলের তোড়া হাতে গ্রুপ ছবি তোলার দৃশ্য দেখা হয় না।’

তবে কাদের উদ্দেশ করে এমন পোস্ট দিয়েছেন, তা উল্লেখ করেননি তিনি।

গণমাধ্যমে দেওয়া এক সাক্ষাৎকারে এ অভিনেতা জানান, ইন্ডাস্ট্রিতে বাজে লোক বেশি হয়ে গেছে। তারা সিনেমা বানাতে চায় না, পলিটিকস করে, দলাদলি করে, সরকারের চামচামি করে।

আমরা শিল্পী, আমাদের সঙ্গে মানুষ ছবি তুলবে উল্লেখ করে তিনি বলেন, ‘শিল্পী সমিতিতে কোনো মন্ত্রী বা পুলিশ অফিসারকে নিয়ে এসে ফুল দিয়ে তার সঙ্গে ছবি তোলা হতো। সেই ছবি আবার সোশ্যাল মিডিয়ায় আপলোড করতে বলা হতো। আমরা শিল্পী, আমাদের সঙ্গে মানুষ ছবি তুলবে। আমরা তো কারও পেছনে দাঁড়িয়ে ছবি তুলব না।’ 

শেষে অভিনেতার ভাষ্য, ‘দলাদলির জন্য অনেকেই অনেক জায়গায় যেতে পারছে না। দাঁড়াতে পারছে না, কথা বলতে পারছে না। এখনো কিছু লোক আছে, তারা কোণঠাসা হয়ে আছে। আমাদের সিনেমা বানানোর লোক দরকার। কাজের লোক কমে গেছে, এ জন্যই এফডিসিতে রাজনীতি চলত। এখানে ধান্দাবাজ লোক বেশি হয়ে গেছে।’


সর্বশেষ সংবাদ

×
  • Application Deadline
  • December 17, 2025
  • Admission Test
  • December 19, 2025
APPLY
NOW!
GRADUATE ADMISSION
SPRING 2026!
NORTH SOUTH UNIVERSITY
Center of Excellence