শ্যামল দত্ত ও মোজাম্মেল বাবুসহ ৪ জনকে ডিবি কার্যালয়ে স্থানান্তর

শ্যামল দত্ত ও মোজাম্মেল বাবু
শ্যামল দত্ত ও মোজাম্মেল বাবু  © সংগৃহীত

দৈনিক ভোরের কাগজ পত্রিকার সম্পাদক শ্যামল দত্ত, বেসরকারি একাত্তর টেলিভিশনের সিইও মোজাম্মেল হক বাবু, একাত্তর টেলিভিশনের সিনিয়র রিপোর্টার মাহবুব ও প্রাইভেটকারচালক সেলিমকে রাজধানীর ডিবি কার্যালয়ে নেয়া হয়েছে। সোমবার (১৬ সেপ্টেম্বর) রাত ১১ টায় তাদেরকে ডিবি কার্যালয়ে নেয়া হয়।

এর আগে সোমবার সকাল ৬টার দিকে অবৈধভাবে ভারতে পালিয়ে যাওয়ার সময় ময়মনসিংহের ধোবাউড়া উপজেলা থেকে আটক হন তারা। ধোবাউড়া সীমান্তবর্তী মাইজপাড়া ও পোড়াকান্দুলিয়ার মাঝামাঝি এলাকা থেকে একটি প্রাইভেটকারসহ তাদের চারজনকে আটক করে এলাকাবাসী। পরে তারা থানায় খবর দেয়।

এদিন দুপুর তিনটার দিকে আটককৃতদের ময়মনসিংহের ধোবাউড়া থানা থেকে ঢাকা মেট্রোপলিটন পুলিশের (ডিএমপি) কাছে হস্তান্তর করা হয়। ধোবাউড়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. চাঁন মিয়া জানান, বিকেল ৩টার দিকে আটক চারজনকে ডিএমপি সদস্যদের কাছে হস্তান্তর করা হয়েছে। মঙ্গলবার (১৭ সেপ্টেম্বর) সকালে তাদেরকে আদালতে নেয়া হবে বলে জানা গেছে।


সর্বশেষ সংবাদ