এমপি আনার হত্যা মামলার প্রতিবেদন দাখিলের নতুন তারিখ নির্ধারণ

সাবেক সংসদ সদস্য আনোয়ারুল আজিম আনার
সাবেক সংসদ সদস্য আনোয়ারুল আজিম আনার  © ফাইল ছবি

সাবেক সংসদ সদস্য আনোয়ারুল আজিম আনারকে হত্যার উদ্দেশে অপহরণের মামলার তদন্ত প্রতিবেদন দাখিলের জন্য আগামী ২১ অক্টোবর নতুন তারিখ ধার্য করেছেন আদালত। রোববার (১৫ সেপ্টেম্বর) মামলাটির তদন্ত প্রতিবেদন দাখিলের দিন ধার্য ছিল। 

ঢাকার অতিরিক্ত চিফ মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট মহবুবুল হকের আদালত পরবর্তী প্রতিবেদন দাখিলের নতুন তারিখ ধার্য করেন।

এর আগে, গত ১২ মে গেদে সীমান্ত দিয়ে ভারতের প্রবেশ করেছিলেন ঝিনাইদহ-৪ আসনের সাবেক সংসদ সদস্য আনার। ১৩ তারিখ নিখোঁজ হন তিনি। ১৮ তারিখ কলকাতার অদূরে বরাহনগর থানায় তার বন্ধু গোপাল বিশ্বাস নিখোঁজ ডায়েরি করলে পুলিশ তদন্ত শুরু করে।

এরপরই নিউটাউনের সঞ্জিভা গার্ডেন্স নামের একটি বহুতল ভবনে আনারের খুন হওয়ার কথা জানায় সিআইডি। খুন হওয়ার দাবি করা হলেও আনারের দেহ পায়নি তদন্তকারীরা। যদিও ওই ভবনের সেপটিক ট্যাংক থেকে সন্দেহজনক মাংসখণ্ড উদ্ধার করে ফরেনসিক পরীক্ষার জন্য পাঠানো হয়।


সর্বশেষ সংবাদ