ভারতে পাচারকালে ৬২০ কেজি ইলিশ মাছ জব্দ 

৬২০ কেজি ইলিশ মাছ জব্দ
৬২০ কেজি ইলিশ মাছ জব্দ   © সংগৃহীত

ভারতে পাচারকালে কুমিল্লার বুড়িচং সীমান্ত এলাকায় বিশেষ অভিযান পরিচালনা করে ৬২০ কেজি ইলিশ মাছ জব্দ করেছে বিজিবি ৬০ ব্যাটালিয়নের একটি আভিযানিক দল। 

বুধবার (১১ সেপ্টেম্বর) দুপুরে এ অভিযান পরিচালনা করে একটি টহল দল। এ সময় মালিকবিহীন ৩১টি প্লাস্টিকের বস্তায় ৬২০ কেজি ইলিশ মাছ উদ্ধার করে জব্দ করে।

বিজিবি সূত্রে জানা যায়, বুধবার দুপুরে খারেরা বিওপির একটি টহল দল অভিযান গোয়েন্দা তথ্যের ভিত্তিতে চোরাচালান বিরোধী বিশেষ এই অভিযান পরিচালনা করে। এ সময় সীমান্তবর্তী পিলার ৩০৬৭/এম থেকে আনুমানিক ১০০ গজ বাংলাদেশের অভ্যন্তরে উত্তর আনন্দপুর এলাকায় অভিযান চালিয়ে ৩১ প্লাস্টিক বস্তায় থাকা ৬২০ কেজি ইলিশ মাছ উদ্ধার করে।

অভিযানের সময় জড়িত কোনো ব্যক্তি না পাওয়ায় ইলিশ মাছ পচে যাওয়ার আশঙ্কায় কাস্টমসের মাধ্যমে নিলাম করা হয়। নিলামে নয় লাখ বিরানব্বই হাজার টাকায় বিক্রি করা হয় ৬২০ কেজি ইলিশ।


সর্বশেষ সংবাদ

X
APPLY
NOW!