বাড়ি দখল করতে প্রকৌশলীর বাড়িতে হামলা 

  © প্রতীকী ছবি

লুটপাট ও বাড়ি দখল করতে সাবেক এক প্রকৌশলীর বাড়িতে হামলা করেছে তার পূর্বপরিচিত ভাগনে। এ নিয়ে থানায় সাধারণ ডায়েরি (জিডি) করেছেন এই প্রকৌশলী। যদিও জিডির ১০দিন পার হলেও এখন পর্যন্ত পুলিশ কাউকে গ্রেপ্তার করতে পারেনি। যদিও হামলা অভিযুক্ত দাবি করছেন এটা তার বাড়ি, প্রকৌশলী জোর করে দখল করেছেন।    

৩০ আগস্ট রমনা মডেল থানায় এই সাধারণ ডায়েরি করেন কুতুবউদ্দিন আহমেদ নামে এক প্রকৌশলী। রাজধানীর ইস্কাটনে তার বাড়ির অবস্থান। হামলাকারী হলেন তার চাচাতো বোনের ছেলে আমের সালাম।  

সাধারণ ডায়েরিতে ভুক্তভোগী অভিযোগ করেন,  আমি একজন অবসরপ্রাপ্ত প্রকৌশলী। বয়স আনুমানিক ৮০ বৎসর। বর্তমানে আমার পরিবারের সকলেই বিদেশে অবস্থান করিতেছে। আমি একাই আমার বাড়িতে বাস করি। 

২৯ শে আগস্ট রাত আনুমানিক ১০:০০ টার দিকে ২০/৩০ জন একদল উচ্ছৃঙ্খল লোক লাঠি, রড ইত্যাদি লইয়া জনৈক আমের সালামের নেতৃত্বে আমার বাড়িতে হামলা করে এবং বাড়ির মেইন গেটের তালা ভাঙ্গিয়া জোরপূর্বক বাড়ির ভিতরে প্রবেশ করে। তারপর আমাকে সংঙ্গে নিয়া যাইতে অর্থাৎ অপহরণ করিতে চেষ্টা করে। 

তখন ভীষণ চেচামেচি হইলে আশেপাশের মহল্লার সবাই ছুটিয়া আসিয়া আমাকে রক্ষা করেন। এক পর্যায়ে মহল্লার সবাইর প্রতিরোধের মুখে হামলাকারীরা পিছু হটতে বাধ্য হয় এবং চলিয়া যায়। উপরে উল্লিখিত ঘটনার পরিপ্রেক্ষিতে আমি অসহায় বোধ করিয়া থানাতে আমার অভিযোগ খানি লিপিবদ্ধ করিলাম। 

জানতে চাইলে ভুক্তভোগী  কুতুবউদ্দিন আহমেদ দ্যা ডেইলি ক্যাম্পাসকে বলেন, তার উদ্দেশ্য ছিল দেশের ক্রান্তিলগ্ন সময়ে আমাকে কিডন্যাপ করে  টাকা নেওয়া। আমি এখন পর্যন্ত  নিরাপত্তাহীনতায় আছি। যদিও পারিবারিকভাবে যোগাযোগ করে তার সাথে যোগাযোগ করা হয়েছে।     

অভিযুক্ত আমের সালাম দ্যা ডেইলি ক্যাম্পাসকে বলেন, কুতুবউদ্দিন উনার পারিবারিক সম্পত্তি জোরপূর্বক দখল করেছেন। তার নিজের বাড়িতে প্রবেশ করতে দেন না। তাই সেদিন সেখানে গিয়েছিলেন ২/১ জন নিয়ে। 

তিনি আরো বলেন, এটা আমাদের পারিবারিক বাড়ি। আমি নিজ বাড়িতে হামলা করবো কেনো।   


সর্বশেষ সংবাদ

×
  • Application Deadline
  • December 17, 2025
  • Admission Test
  • December 19, 2025
APPLY
NOW!
GRADUATE ADMISSION
SPRING 2026!
NORTH SOUTH UNIVERSITY
Center of Excellence