বন্যা তহবিলে আর টাকা না পাঠানোর অনুরোধ শায়খ আহমাদুল্লাহর

শায়খ আহমাদুল্লাহর
শায়খ আহমাদুল্লাহর  © সংগৃহীত

বন্যার্তদের সহায়তায় শায়খ আহমাদুল্লাহর আস-সুন্নাহ ফাউন্ডেশনের বন্যা তহবিলে অনুদান সংগ্রহ শেষ হচ্ছে আগামী মঙ্গলবার (৩ সেপ্টেম্বর)। এর পর থেকে এই তহবিলে আর টাকা না পাঠাতে অনুরোধ করা হয়েছে।

রোববার (১ সেপ্টেম্বর) শায়খ আহমাদুল্লাহর ভেরিফায়েড ফেসবুক পেজে এক পোস্টে এ তথ্য জানান। পরে আস-সুন্নাহ ফাউন্ডেশনের ফেসবুক পেজে এ বিষয়ে পোস্ট করা হয়।

ওই পোস্টে উল্লেখ করা হয়, ‘আস-সুন্নাহ ফাউন্ডেশন বন্যা তহবিলে অনুদান পাঠানোর শেষ সময় আগামী মঙ্গলবার রাত ১২টায়। এরপর বন্যা তহবিলে টাকা না পাঠানোর জন্য বিনীত অনুরোধ করা হচ্ছে। নির্দিষ্ট সময়ের পর কেউ টাকা পাঠালে সেটা পরবর্তী বন্যা-দুর্যোগে ব্যয় করা হবে।’

এর আগে গত বৃহস্পতিবার আস-সুন্নাহ ফাউন্ডেশনের চেয়ারম্যান শায়খ আহমাদুল্লাহ জানান, এরই মধ্যে বন্যা তহবিল শতকোটি টাকা জমা হয়েছে।


সর্বশেষ সংবাদ