পুকুরে ডুবে ৮ম শ্রেণির শিক্ষার্থীর মৃত্যু

পুকুরে ডুবে ৮ম শ্রেণির শিক্ষার্থীর মৃত্যু
পুকুরে ডুবে ৮ম শ্রেণির শিক্ষার্থীর মৃত্যু  © সংগৃহীত

ভোলার লালমোহনে পুকুরের পানিতে ডুবে কিরণ চন্দ্র বেপারী নামে ১৪ বছর বয়সী এক স্কুল শিক্ষার্থীর মৃত্যু হয়েছে।

শুক্রবার (২৩ আগস্ট) দুপুরে উপজেলার চরভূতা ইউনিয়নের ৮ নম্বর ওয়ার্ডের নমগ্রাম এলাকায় এ ঘটনা ঘটে। শিশু কিরণ ওই এলাকার মৃত ডা. উত্তম বেপারীর ছেলে এবং হাজীগঞ্জ মাধ্যমিক বিদ্যালয় এর ৮ম শ্রেণির ছাত্র।

জানা গেছে, শিশু কিরণ মৃগী রোগে আক্রান্ত ছিল। দুপুরের দিকে বাড়ির পুকুরে গোসল করতে যায় সে। এরপর কিছু সময় পার হলে ঘরে না ফেরায় তাকে খুঁজতে শুরু করেন স্বজনরা। খোঁজাখুঁজির পরও তার সন্ধান না মেলায় লালমোহনের ফায়ার সার্ভিসকে খবর দেওয়া হয়।

লালমোহন ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্সের ভারপ্রাপ্ত স্টেশন কর্মকর্তা মো. সোহরাব হোসেন বলেন, আমাদের কাছে খবর আসে এক শিশু পুকুরের পানিতে ডুবে গেছে। স্বজনরা অনেক খোঁজাখুঁজি করেও তার সন্ধান পাচ্ছেন না। পরে আমরা ঘটনাস্থলে গিয়ে পুকুর থেকে ওই শিশুকে উদ্ধার করে লালমোহন উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যাই। এরপর সেখানের কর্তব্যরত চিকিৎসক ওই শিশুর শারীরিক অবস্থা পর্যবেক্ষণ করে তাকে মৃত বলে ঘোষণা করেন।


সর্বশেষ সংবাদ