ডিজিএফআই-এনএসআই-আনসারে নতুন ডিজি, এমআইএসটিতে নতুন কমান্ড্যান্ট

ডিরেক্টর জেনারেল অব ফোর্সেস ইন্টেলিজেন্সের (ডিজিএফআই) মহাপরিচালক হিসেবে নিয়েগ পেয়েছেন মেজর জেনারেল ফয়েজ।  অপরদিকে ন্যাশনাল সিকিউরিটি ইন্টেলিজেন্সের (এনএসআই) মহাপরিচালক হিসেবে নিয়োগ পেয়েছেন মেজর জেনারেল মিনহাজ। আর আনসার ও ভিডিপির নতুন ডিজি হয়েছেন মেজর জেনারেল সাজ্জাদ।

সোমবার গুরুত্বপূর্ণ এ তিন সংস্থার শীর্ষ পদে রদবদল আনা হয়। আন্তঃবাহিনী জনসংযোগ পরিদপ্তরের (আইএসপিআর) এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানায়। 

জানা গেছে, ডিজিএফআইয়ের আগের ডিজি মেজর জেনারেল হামিদ, এনএসআইয়ের আগের ডিজি মেজর জেনারেল মোর্শেদ এবং আনসারে আগের ডিজি মেজর জেনারেল আমিনকে সরিয়ে দেয়া হয়েছে। 

আইএসপিআর আরও জানা, এমআইএসটির নতুন কমাডেন্ট হিসেবে নিয়োগ পেয়েছেন বিআইপিএসওটির কমান্ড্যান্ট মেজর জেনারেল নাসিম। আর এমআইএসটির আগের কমাড্যান্ট মেজর জেনারেল সাঈদকে ট্রান্সফার করে বিআইপিএসওটির কমান্ড্যান্ট হিসেবে। 

 


সর্বশেষ সংবাদ