বাংলাদেশের সঙ্গে ভারতের রেল যোগাযোগ বন্ধ

  © সংগৃহীত

সারা দেশে কোটা সংস্কার নিয়ে আন্দোলনের তোপের মুখে পড়ে সোমবার দুপুরে পদত্যাগ করেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। প্রধানমন্ত্রীর দেশত্যাগের পরই বাংলাদেশের সঙ্গে রেল যোগাযোগ বন্ধ করে দেয় ভারত। সোমবার (৫ আগস্ট) বিকালে ভারতীয় রেলওয়ের এক মুখপাত্রের বরাত দিয়ে এই খবর প্রকাশ করে রয়টার্স ও ইকোনোমিক টাইমস।

বাংলাদেশ ও ভারতের মধ্যে চলাচল করে তিনটি ট্রেন। এগুলো হচ্ছে ঢাকা-কলকাতা রুটের মৈত্রী এক্সপ্রেস, ঢাকা-জলপাইগুড়ি রুটের মিতালী এক্সপ্রেস এবং খুলনা-কলকাতা রুটে বন্ধন এক্সপ্রেস।

ট্রেনগুলো চলাচল বন্ধের কথা জানানো হলেও কখন চালু হবে, সে বিষয়ে বিস্তারিত জানা যায়নি।

সোমবার বেলা আড়াইটায় বঙ্গভবন থেকে একটি সামরিক হেলিকপ্টার শেখ হাসিনাকে নিয়ে ভারতের উদ্দেশ্যে যাত্রা করেন। এ সময় তার সঙ্গে ছিলেন ছোট বোন শেখ রেহানা। সংশ্লিষ্ট সূত্র জানায়, তারা হেলিকপ্টারে ভারতের পশ্চিমবঙ্গের উদ্দেশে রওনা দিয়েছেন।

এদিকে বার্তা সংস্থা এএফপি জানিয়েছে, শেখ হাসিনা ও তার ছোট বোন শেখ রেহানা গণভবন থেকে নিরাপদ স্থানে চলে গেছেন। শেখ হাসিনা যাওয়ার আগে একটি ভাষণ রেকর্ড করে যেতে চেয়েছিলেন। তিনি সেই সুযোগ পাননি।


সর্বশেষ সংবাদ