‘মার্চ টু ঢাকা’ কর্মসূচিতে সংহতি হেফাজতে ইসলামের

হেফাজতে ইসলাম
হেফাজতে ইসলাম  © সংগৃহীত

বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন আজ সোমবার (৫ আগস্ট) ‘মার্চ টু ঢাকা’ কর্মসূচি ঘোষণা করে। আন্দোলনকারীরা এক দফা দাবি আদায়ে এ দিন দেশের আপামর জন সাধারণকে সড়কে নামার আহ্বান জানিয়েছেন। এ কর্মসূচিতে সংহতি জানিয়েছে হেফাজতে ইসলাম। 

রোববার (৪ আগস্ট) রাতে দলটির নেতা আল্লামা শাহ মুহিব্বুল্লাহ বাবুনগরী সংবাদমাধ্যমে পাঠানো এক বিবৃতিতে এ আহ্বান জানান।

তিনি বলেছেন, “আমাদের দেশের বীর ছাত্র-জনতা সোমবার একদফার ‘ঢাকা চলো’ কর্মসূচি দিয়েছে। এর সঙ্গে একাত্মতা পোষণ করে দল-মত নির্বিশেষে সবাই ঢাকা চলুন। এটা আমাদের নয়া মুক্তির লড়াই। যারা এতদিন আমাদের মৌলিক অধিকার কেড়ে নিয়েছে; রাজনৈতিক ও ধর্মীয় স্বাধীনতা রুদ্ধ করেছে; আজকে তাদের ফ্যাসিবাদী রাজত্বের অবসান ঘটানোর চূড়ান্ত সময় এসেছে।”

মুহিবুল্লাহ বাবুনগরী বলেন, “আল্লাহর ফায়সালার দিকে তাকিয়ে আমরা ধৈর্যধারণ করেছি। শত জেল-জুলুম, ষড়যন্ত্র ও চাপ মোকাবিলা করে এতদিন আমরা সবর করেছি। আজকে সময় এসেছে রুখে দাঁড়ানোর।”

এদিকে অসহযোগ কর্মসূচি ঘিরে রোববার সারাদেশে পুলিশের ১৪ সদস্যসহ প্রাণ গেছে ৯৩ জনের। এত বেশি প্রাণহানি এবং রক্ত স্বাধীনতার পর আর দেখেনি বাংলাদেশ। এ অবস্থায় সোমবার লংমার্চ কর্মসূচি ঘিরে আরও অনেক প্রাণহানির ঘটনা ঘটে কিনা তা নিয়ে শঙ্কা রয়ে গেছে।


সর্বশেষ সংবাদ