‘ক্ষেপেছে রে ক্ষেপেছে রিকশাওয়ালারা ক্ষেপেছে’
- টিডিসি রিপোর্ট
- প্রকাশ: ০৩ আগস্ট ২০২৪, ০৮:৫৩ PM , আপডেট: ০৩ আগস্ট ২০২৪, ০৮:৫৩ PM
কেন্দ্রীয় শহীদ মিনারে সমাবেশ করে এক দফা দাবি ঘোষণা করেছে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন। তারা সরকার পতনের দাবিতে অসহযোগের ডাক দিয়েছে। আজ শনিবার (৩ আগস্ট) কেন্দ্রীয় শহীদ মিনার প্রাঙ্গণ থেকে এই ঘোষণা করেন বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের সমন্বয়ক নাহিদ ইসলাম।
এর আগে রাজধানীর বিভিন্ন এলাকা থেকে শিক্ষার্থী ও বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ শহীদ মিনারে এসে যোগ দেন। সায়েন্সল্যাব, ধানমন্ডি, প্রেস ক্লাব বিভিন্ন এলাকা থেকে মিছিল নিয়ে শহীদ মিনারে আসেন শিক্ষার্থীরা। কর্মসূচি শেষে সন্ধ্যা সাড়ে ৬টার দিকে আন্দোলনকারীরা শহীদ মিনার এলাকা থেকে বিভিন্ন দিকে চলে যান।
এদিকে, কেন্দ্রীয় শহীদ মিনারে আন্দোলনকারীদের সঙ্গে রিকশাচালকরাও অংশ নিয়ে স্লোগান দিতে দেখা গেছে। সরেজমিনে গিয়ে দেখা যায়, শহীদ মিনারের পাশে বেশ কিছু রিকশা নিয়ে অবস্থান করছেন চালকেরা। নিজের রিকশার ওপর দাঁড়িয়ে তারা নানা ধরনের স্লোগান দিতে থাকেন।
তাদের স্লোগানের মধ্যে রয়েছে, ‘জ্বালো জ্বালো আগুন জ্বালো’, ‘ক্ষেপেছে রে ক্ষেপেছে রিকশাওয়ালারা ক্ষেপেছে’, ‘শেখ হাসিনার গদিতে আগুন জ্বালো একসাথে’,‘গুলি করে আন্দোলন বন্ধ করা যাবে না’, ‘দিয়েছি তো রক্ত, আরও দেব রক্ত’, ‘রক্তের বন্যায়, ভেসে যাবে অন্যায়’, ‘তুমি কে আমি কে, রাজাকার রাজাকার, কে বলেছে কে বলেছে স্বৈরাচার’, ‘আমার ভাইয়ের রক্ত, বৃথা যেতে দেব না’ ইত্যাদি।