কোনো রক্তপাত কোনো মৃত্যুই কাম্য নয়: তামিম ইকবাল

তামিম ইকবাল
তামিম ইকবাল  © ফেসবুক থেকে নেওয়া

চলমান কোটা সংস্কার আন্দোলন ছড়িয়ে পড়েছে রাজধানীসহ দেশের বিভিন্ন স্থানে। এ নিয়ে ঢাকা বিশ্ববিদ্যালয়সহ বিভিন্ন ক্যাম্পাসে সংঘর্ষ হয়েছে। কোটা সংস্কার আন্দোলনে সাধারণ শিক্ষার্থীদের ওপর হামলা চালিয়েছে ছাত্রলীগ। এ ঘটনায় সামাজিক যোগাযোগ মাধ্যমে নিন্দার ঝড় বইছে। এমন পরিস্থিতিতে সাধারণ শিক্ষার্থীদের এই কোটা সংস্কার আন্দোলন নিয়ে মুখ খুলেছেন বাংলাদেশের জাতীয় দলের তারকা ক্রিকেটার তামিম ইকবাল। 

বুধবার (১৭ জুলাই) রাতে নিজের ভেরিফায়েড ফেসবুক পেজে একটি পোস্ট করেছেন তামিম ইকবাল। 

ফেসবুক পোস্টে তামিম বলেন, আপনারা জানেন, বড় ভাইয়ের অসুস্থতায় আমার পরিবারের একটা কঠিন সময় যাচ্ছে। আমিও দেশের বাইরেই আছি। তবে দেশে যা হচ্ছে, তা জেনে মনটা আরও অস্থির হয়ে উঠেছে।

কোনো রক্তপাত, কোনো মৃ'ত্যুই কাম্য নয়। তরুণরাই দেশের ভবিষ্যৎ। তাই কোনো সং'ঘা'ত নয়, আলোচনায় সমাধান হোক। এই অস্থিরতা দ্রুত কেটে যাক। দেশ ও দেশের মানুষ ভালো থাকুক।

এর আগে নিজের ভেরিফায়েড ফেসবুক পেজে পোস্ট করে জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে ছাত্র শিক্ষকদের ওপর হামলাকে নিন্দনীয় বলেন সাবেক ছাত্র ও ক্রিকেট তারকা মুশফিকুর রহিম।

 

সর্বশেষ সংবাদ