সাতক্ষীরা জেলা জার্নালিস্ট অ্যাসোসিয়েশনের দ্বি—বার্ষিক নির্বাচন সম্পন্ন

সভাপতি এস.এম মহিদার রহমান, সম্পাদক যুগ্মভাবে মোঃ তৌফিকুজ্জামান লিটু ও কে এম আনিছুর রহমান 
সভাপতি এস.এম মহিদার রহমান, সম্পাদক যুগ্মভাবে মোঃ তৌফিকুজ্জামান লিটু ও কে এম আনিছুর রহমান   © সংগৃহীত

সাতক্ষীরা জেলা জার্নালিস্ট অ্যাসোসিয়েশনের দ্বি—বার্ষিক নির্বাচন উৎসবমুখর পরিবেশে শান্তিপূর্ণভাবে সম্পন্ন হয়েছে। শনিবার সকাল ৯ টা থেকে দুপুর ১টা পর্যন্ত বিরতিহীনভাবে অ্যাসোসিয়েশনের পলাশপোলস্থ অস্থায়ী কার্যালয়ে এ নির্বাচন অনুষ্ঠিত হয়। 

নির্বাচনে দৈনিক ভোরের পাতা পত্রিকার জেলা প্রতিনিধি এস এম মহিদার রহমান সভাপতি, বাংলাভিশন টিভি চ্যানেলের জেলা প্রতিনিধি মোঃ আসাদুজ্জামান আসাদ সিনিয়র সহ—সভাপতি এবং দি ডেইলি ট্রাইবুনালের শ্যামনগর উপজেলা প্রতিনিধি এম কামরুজ্জামান সহ—সভাপতি বিনা প্রতিদ্বন্দ্বিতায় নির্বাচিত হন। সাধারণ সম্পাদক পদে দৈনিক ঢাকার ডাক পত্রিকার জেলা প্রতিনিধি মোঃ তৌফিকুজ্জামান লিটু ও দৈনিক সংবাদ পত্রিকার জেলা প্রতিনিধি কে এম আনিছুর রহমান সম সংখ্যক ( ৫৯ ভোট) পেয়ে যুগ্মভাবে সাধারণ সম্পাদক নির্বাচিত হন। 

এছাড়া যুগ্ম—সাধারণ সম্পাদক পদে দৈনিক যুগের বার্তা পত্রিকার কালিগঞ্জ উপজেলা প্রতিনিধি হাফিজুর রহমান শিমুল ৮৬ ভোট পেয়ে নির্বাচিত হন। তার নিকটতম প্রতিদ্বন্দ্বী দৈনিক খবর বাংলাদেশ পত্রিকার শেখ রেজাউল ইসলাম বাবলু পেয়েছেন ২৯ ভোট। সাংগঠনিক সম্পাদক পদে ৬৫ ভোট পেয়ে নির্বাচিত হয়েছেন দৈনিক অনির্বাণ পত্রিকার জেলা প্রতিনিধি জি এম সোহরাব হোসেন। তার নিকটতম প্রতিদ্বন্দ্বী দৈনিক নবচেতনা পত্রিকার জেলা প্রতিনিধি শেখ হাসান গফুর পেয়েছেন ৪৪ ভোট। অর্থ সম্পাদক পদে এ এস এম শাহনেওয়াজ মাহমুদ রনি ৯৮ ভোট পেয়ে জয়ী হয়েছেন। তার নিকটতম প্রতিদ্বন্দ্বী দৈনিক স্বাধীন ভোর পত্রিকার মোঃ মনিরুজ্জামান মনি পেয়েছেন ১৮ ভোট। দপ্তর সম্পাদক পদে দৈনিক দেশের কণ্ঠ পত্রিকার জেলা প্রতিনিধি মোঃ শহিদুল ইসলাম শহিদ বিনা প্রতিদ্বন্দ্বিতায় নির্বাচিত হয়েছেন। প্রচার সম্পাদক পদে ৬৩ ভোট পেয়ে জয়ী হয়েছেন দৈনিক আজকের আলোকিত সকাল পত্রিকার জেলা প্রতিনিধি মোঃ আতিকুজ্জামান, তার নিকটতম প্রতিদ্বন্দ্বী দৈনিক গণজাগরণ পত্রিকার জেলা প্রতিনিধি সাইফুল আজম খান মামুন পেয়েছেন ৪৩ ভোট। ক্রীড়া সম্পাদক পদে দৈনিক গণমুক্তি পত্রিকার জেলা প্রতিনিধি মোঃ আবির হোসেন লিয়ন ৬০ ভোট পেয়ে নির্বাচিত হয়েছেন। তার নিকটতম প্রতিদ্বন্দ্বী দৈনিক স্বদেশ বিচিত্রা পত্রিকার জেলা প্রতিনিধি মোঃ কামাল উদ্দীন সর্দার পেয়েছেন ২৬ ভোট। কার্যকরী সদস্য পদে দৈনিক ভোরের কাগজ পত্রিকার কালিগঞ্জ প্রতিনিধি সুকুমার দাশ বাচ্চু ১০১ ভোট প্রথম, দৈনিক আজকের জনবানী পত্রিকার শ্যামনগর প্রতিনিধি মোঃ আসাদুজ্জামান লিটন ৮৫ ভোট পেয়ে দ্বিতীয়, দৈনিক পত্রদূত পত্রিকার শেখ আব্দুল আলিম ৭৩ ভোট পেয়ে তৃতীয়, দৈনিক সাতক্ষীরার সকাল পত্রিকার শেখ সিদ্দিকুর রহমান ৭২ ভোট পেয়ে চতুর্থ এবং মোঃ আব্দুস সামাদ ৫০ ভোট পেয়ে পঞ্চম হয়েছেন।

নির্বাচনে ভোট পর্যবেক্ষণ করেন, সাতক্ষীরা সদর আসনের সাংসদ মোঃ আশরাফুজ্জামান আশু, নব নির্বাচিত সদর উপজেলা পরিষদ চেয়ারম্যান মোঃ মশিউর রহমান বাবু, বিশিষ্ট সমাজসেবক ও জেলা পুলিশিং কমিটির সভাপতি আলহাজ আবুল কালাম বাবলা, দৈনিক হৃদয় বার্তা পত্রিকার সম্পাদক ও প্রকাশক জি এম মোশাররফ হোসেন, সাতক্ষীরা জর্জকোটের পিপি এড. আব্দুল লতিফ, সাতক্ষীরা জেলা আইনজীবী সমিতির সাবেক সভাপতি এড. আব্দুল মজিদ, সুজন সাতক্ষীরা জেলা শাখার সভাপতি অধ্যক্ষ সুভাষ চৌধুরীসহ অন্যান্যরা। উক্ত নির্বাচনে প্রধান নির্বাচন কমিশনার হিসেবে দায়িত্ব পালন করেন, সাতক্ষীরা দুর্নীতি দমন প্রতিরোধ কমিটির সাধারণ সম্পাদক অধ্যাপক মোজাম্মেল হোসেন এবং নির্বাচন কমিশনের সদস্য হিসেবে দায়িত্ব পালন করেন, এড. এবিএম সেলিম ও অধ্যাপক শেখ হেদায়েতুল ইসলাম।

 

সর্বশেষ সংবাদ

×
  • Application Deadline
  • December 17, 2025
  • Admission Test
  • December 19, 2025
APPLY
NOW!
GRADUATE ADMISSION
SPRING 2026!
NORTH SOUTH UNIVERSITY
Center of Excellence