বৃষ্টি কবে কমবে, জানাল আবহাওয়া অফিস
- টিডিসি রিপোর্ট
- প্রকাশ: ১৯ জুন ২০২৪, ০৩:৪৪ PM , আপডেট: ১৯ জুন ২০২৪, ০৩:৪৪ PM
টানা বৃষ্টিতে এবং ভারী আবহাওয়ায় দেশের বিভিন্ন এলাকায় বন্যা পরিস্থিতির অবনতি হয়েছে। তবে আরও দুইদিন টানা বর্ষণের পর বৃষ্টির পরিধি কমে আসতে পারে বলে জানিয়েছে আবহাওয়া দফতর। বুধবার (১৯ জুন) আবহাওয়াবিদ আবদুর রহমান খান এ তথ্য জানিয়ে বলেন, দুইদিন পর বৃষ্টিপাতের পরিধি কমে আসার সম্ভাবনা রয়েছে। তবে বৃষ্টি অব্যাহত থাকবে।
তিনি আরও বলেন, এখন পর্যন্ত সিলেট এবং চট্টগ্রাম অঞ্চলে ভারি থেকে অতিভারি বৃষ্টিপাত হচ্ছে। কখনো কখনো থেমে থেমে কখনো কখনো মুশলধারে বৃষ্টিপাত হচ্ছে। এ ধারা আগামী আরো দুইদিন অব্যাহত থাকবে। দুইদিন পর বৃষ্টিপাতের পরিধি কমে আসার সম্ভাবনা রয়েছে। তবে দক্ষিণাঞ্চলে বৃষ্টিপাত বাড়তে পারে বলেও জানিয়েছেন তিনি।
এদিকে গত ২৪ ঘণ্টায় নেত্রকোনায় সবচেয়ে বেশি বৃষ্টি ঝরেছে বলে জানান এ আবহাওয়াবিদ। তিনি বলেন, সর্বোচ্চ বৃষ্টিপাতের রেকর্ড করা হয়েছে নেত্রকোনায় ১৯৯ মিলিমিটার। এছাড়া সিলেটে বৃষ্টিপাতের রেকর্ড করা হয়েছে ১০০ মিলিমিটার। আর সকাল ৬টা থেকে ৯টা পর্যন্ত ৫৪ মিলিমিটার বৃষ্টিপাতের রেকর্ড করা হয়েছে।
এছাড়া রংপুর, ময়মনসিংহ, সিলেট ও চট্টগ্রাম বিভাগে ভারি থেকে অতিভারি বৃষ্টি রেকর্ড করা হয়েছে বলেও জানান তিনি।