মে দিবসে খাবার পানি-স্যালাইন নিয়ে শ্রমিকদের পাশে ঢাবির শিক্ষর্থীরা

মহান মে দিবস উপলক্ষে ঢাকা বিশ্ববিদ্যালয়ে শ্রমজীবী মানুষের মাঝে খাবার পানি ও স্যালাইন বিতরণ
মহান মে দিবস উপলক্ষে ঢাকা বিশ্ববিদ্যালয়ে শ্রমজীবী মানুষের মাঝে খাবার পানি ও স্যালাইন বিতরণ

আজ ১লা মে (বুধবার) ঢাকা বিশ্ববিদ্যালয়ের টিএসসিতে শ্রমজীবী মানুষের মাঝে খাবার পানি ও স্যালাইন বিতরণ করেছে ছাত্রপক্ষ। এসময়ে আরো উপস্থিত ছিলেন ছাত্রপক্ষের কেন্দ্রীয় আহ্বায়ক মুহাম্মদ প্রিন্স, ঢাকা বিশ্ববিদ্যালয়ের সমন্বয়ক সাইফুল্লাহ জিহাদ, যুগ্ম সমন্বয়ক জুবায়ের হাসিব, সাব্বির রিয়ন, খালিদ হোসেন সহ বিশ্ববিদ্যালয়ের অনান্য নেতৃবৃন্দ। 

এ সময়ে নেতৃবৃন্দ বলেন, ১৮৮৬ সালে যুক্তরাষ্ট্রের শিকাগো শহরের হে মার্কেটের শ্রমিকরা উপযুক্ত মজুরি আর দৈনিক আট ঘণ্টা কাজের দাবিতে ব্যাপক আন্দোলন গড়ে তুলেছিলেন। অসহনীয় পরিবেশে তখন প্রতিদিন ১৬ ঘণ্টা কাজ করতে হতো তাদের। সপ্তাহজুড়ে অমানবিক পরিশ্রম করে শ্রমিকদের স্বাস্থ্য তখন একেবারে ভেঙে যাচ্ছিল। শ্রমজীবী শিশুরা তো হয়ে পড়েছিল একেবারেই কঙ্কালসার।

তখন দিনে ৮ ঘণ্টা শ্রমের দাবিতে শুরু হওয়া আন্দোলনের ধারাবাহিকতায় অধিকার আদায়ের সংগ্রাম এখনও চলছে।  বাংলাদেশ স্বাধীনতার ৫৩' বছর পরেও এদেশে শ্রমিকের অধিকার আজও আদায় হয়নি। তারা বরাবরই নিপীড়িত নিষ্পেষিত হচ্ছে। ছাত্রপক্ষ সবসময় অধিকারহারা শ্রমজীবী মানুষের পাশে ছিলো এবং থাকবে। আগামীদিনের অধিকার আদায়ের লড়াইয়ে ছাত্র ও শ্রমিকেরা কাঁধে কাঁধ মিলিয়ে কাজ করবে। 

তারা আরও জানান, তীব্র গরমে শ্রমজীবী মানুষের কষ্ট লাঘবে আজকে আমাদের ক্ষুদ্র প্রচেষ্টা। সকলে অবগত রয়েছি যে গরমে হিট স্ট্রোকে অনেকে মৃত্যুবরণ করছেন, সরকারের প্রতি আমরা আহ্বান জানাচ্ছি দেশের এই অসহনীয় গরমে সাধারণ খেটে খাওয়া মানুষের জীবন রক্ষায় কার্যকর পদক্ষেপ নেওয়ার।


সর্বশেষ সংবাদ

×
  • Application Deadline
  • December 17, 2025
  • Admission Test
  • December 19, 2025
APPLY
NOW!
GRADUATE ADMISSION
SPRING 2026!
NORTH SOUTH UNIVERSITY
Center of Excellence