শীতে কাঁপছে দেশ, সর্বনিম্ন তাপমাত্রা দিনাজপুরে
- টিডিসি রিপোর্ট
- প্রকাশ: ১৩ জানুয়ারি ২০২৪, ১০:৩৪ AM , আপডেট: ১১ আগস্ট ২০২৫, ১১:০৭ AM
শীতের তীব্রতায় কাঁপছে পুরো দেশ। অনেক জায়গায় পাওয়া যাচ্ছে না সূর্যের দেখা। এখন পর্যন্ত দেশে সর্বনিম্ন তাপমাত্রা রেকর্ড করা হয়েছে উত্তরের জেলা দিনাজপুরে। এই অঞ্চলে তাপমাত্রা ৮ দশমিক ৮ ডিগ্রি সেলসিয়াস। শনিবার (১৩ জানুয়ারি) আবহাওয়া অধিদপ্তরের অফিসিয়াল ওয়েবসাইটে এ তথ্য জানানো হয়েছে।
আবহাওয়া অধিদপ্তর সূত্রে জানা যায়, ১০ ডিগ্রির নিচে তাপমাত্রা রেকর্ড হলে (৮-১০ ডিগ্রি) সে অঞ্চলে মৃদু শৈত্যপ্রবাহ প্রবাহিত হয়। ফলে গত তিন দিন ধরেই এ জেলায় বইছে মৃদু শৈত্যপ্রবাহ। এর আগে গত ৩ জানুয়ারি পঞ্চগড়ে মৌসুমের সর্বনিম্ন তাপমাত্রা ৭ ডিগ্রি সেলসিয়াস রেকর্ড করা হয়।
এদিকে দেশে চলমান শীতের তীব্রতা আরও বাড়বে বলে জানিয়েছে আবহাওয়া অধিদফতর। একইসঙ্গে আগামী সপ্তাহে বৃষ্টির পূর্বাভাসও দিয়েছে সংস্থাটি। শুক্রবার (১২ জানুয়ারি) সকালে আবহাওয়া অধিদফতর জানায়, মাসজুড়েই শীত থাকবে।
আরও পড়ুন: পবিত্র শবে মেরাজ ৮ ফেব্রুয়ারি
এছাড়া আগামী ৫ দিনের আবহাওয়া পূর্বাভাসে বজ্রসহ বৃষ্টির আভাস দিয়ে বলা হয়েছে, আগামী ১৭ ও ১৮ জানুয়ারি বৃষ্টি হতে পারে। বৃষ্টি হলে তাপমাত্রা আরও কমে শীতের অনুভূতি বেশি হতে পারে বলেও অধিদপ্তর।
শীতের প্রকোপ বেড়ে যাওয়ায় ঠান্ডায় জবুথবু হয়ে পড়েছে দেশের মানুষ। শীত নিবারণের জন্য মধ্যবিত্ত পরিবারগুলো আগাম প্রস্তুতি গ্রহণ করলেও নিম্ন আয়ের খেটে খাওয়া ও শ্রমজীবী মানুষগুলো শীতবস্ত্র সংগ্রহ নিয়ে দুশ্চিন্তায় রয়েছে।
শীতের কারণে বাড়তে শুরু করে বিভিন্ন শীতজনিত রোগব্যাধিও। জেলা ও উপজেলার হাসপাতালগুলোতে আউটডোরে ঠান্ডাজনিত রোগী বাড়তে শুরু করেছে। চিকিৎসার পাশাপাশি শীতজনিত রোগ থেকে নিরাময় থাকতে বিভিন্ন পরামর্শ দিচ্ছেন চিকিৎসকরা।