আওয়ামী লীগের প্রার্থী শাহজাহান ওমরের প্রার্থিতা বহাল
- টিডিসি রিপোর্ট
- প্রকাশ: ১৫ ডিসেম্বর ২০২৩, ০১:০১ PM , আপডেট: ১৫ ডিসেম্বর ২০২৩, ০১:০৬ PM
ঝালকাঠি-১ আসনের আওয়ামী লীগের প্রার্থী শাহজাহান ওমরের প্রার্থিতা বহাল রেখেছে নির্বাচন কমিশন (ইসি। এর আগে, শাহজাহান ওমরের প্রার্থিতা বাতিল চেয়ে ইসিতে আপিল করেছিলেন আ. লীগের কেন্দ্রীয় নেতা মনিরুজ্জামান মনির।
এরই প্রেক্ষিতে আজ শুনানি শেষে তার এই আবেদন নামঞ্জুর করেছে ইসি। এতে করে শাহজাহান ওমরের নির্বাচনে অংশ নিতে আর কোনো বাধা থাকল না।
শুক্রবার (১৫ ডিসেম্বর) আগারগাঁওয়ে নির্বাচন ভবনে আপিল শুনানির পর এই রায় দেয় ইসি। চার কমিশনারসহ ইসি সচিবের উপস্থিতিতে আপিল শুনানিতে সভাপতিত্ব করছেন প্রধান নির্বাচন কমিশনার (সিইসি) কাজী হাবিবুল আউয়াল।
প্রার্থিতার বিষয়ে রায় নিতে এদিন বেলা ১১টা ৫০ মিনিটে ইসিতে আসেন ঝালকাঠি-১ আসনের আওয়ামী লীগের প্রার্থী শাহজাহান ওমর।
এর আগে, গত ৯ ডিসেম্বর শাহজাহান ওমরের প্রার্থিতা বাতিল চেয়ে ইসিতে আপিল করেন আ. লীগের কেন্দ্রীয় নেতা মনিরুজ্জামান মনির। শাহজাহান ওমর হলফনামায় তথ্য গোপন করেছেন বলে অভিযোগ করেন তিনি। এই আপিলের বিষয়ে আজ (শুক্রবার) এই সিদ্ধান্ত নিলো ইসি।