কিশোরগঞ্জে ‘রোড টু সাকসেস’ শীর্ষক ক্যারিয়ার সেমিনার অনুষ্ঠিত

  © সংগৃহীত

কিশোরগঞ্জ জেলা সরকারি গণগ্রন্থাগারে "রোড টু সাকসেস" শীর্ষক ক্যারিয়ার সেমিনার অনুষ্ঠিত হয়েছে। রোববার  সকাল ১১ থেকে ২ টা পর্যন্ত গণগন্থাগারের রিডিং রুমে ৩ ঘন্টা ব্যাপী সেমিনারটি অনুষ্ঠিত হয়।

সেমিনারটিতে প্রধান আলোচক হিসেবে উপস্থিত ছিলেন লেখক ও ক্যারিয়ার কনসালটেন্ট রবিউল আলম লুইপা। স্নাতক পর্যায়ের শিক্ষার্থীদের করণীয় সম্পর্কে রবিউল আলম লুইপা বলেন, "সরকারি-বেসরকারি নির্দিষ্ট চাকরিই করতে হবে এমন নয়, যার যে দক্ষতা ও আগ্রহ আছে, সে অনুযায়ী লক্ষ্য নির্ধারণ করতে হবে যেন স্ব স্ব ক্যারিয়ারে সফল হওয়া যায়"।

এছাড়াও উক্ত সেমিনারে আলোচক হিসেবে ঈশা খা ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটির ইংরেজি বিভাগের সহকারী অধ্যাপক ও বিভাগীয় প্রধান বদরুল হুদা সোহেল, বিসিএস সাধারণ শিক্ষা ক্যাডারের কর্মকর্তা শাকিল সরকার এবং মৃত্তিকা সম্পদ উন্নয়ন ইনস্টিটিউটের বৈজ্ঞানিক কর্মকর্তা কৃষিবিদ মো: আবুল বাশার উপস্থিত ছিলেন। সরকারি গণগ্রন্থাগারের সহকারী পরিচালক ও জেলা লাইব্রেরিয়ান আজিজুল হক সুমন সেমিনারটিতে সভাপতিত্ব করেন।

অনুষ্ঠানে উপস্থিত আলোচকরা শিক্ষাজীবন থেকে ক্যারিয়ার  সচেতনতা, ক্যারিয়ারের ধরণ এবং সরকারি, বেসরকারি ও অন্যান্য চাকরির পাওয়ার উপায় সম্পর্কিত দিকনির্দেশনামূলক বক্তব্য রাখেন।

কিশোরগঞ্জ সরকারি গণগ্রন্থাগারের সহকারী পরিচালক ও জেলা লাইব্রেরিয়ান আজিজুল হক সুমন ডেইলি ক্যাম্পাস ডট কমকে বলেন, "গণগ্রন্থাগার নিয়মিত দক্ষতা উন্নয়ন, উদ্যোক্তা তৈরি ও ক্যারিয়ার বিষয়ক সেমিনার আয়োজন করে আসছে। এতে আমরা শিক্ষার্থী, উদ্যোক্তা ও চাকরিপ্রার্থীদের উল্লেখযোগ্য সাড়া পাচ্ছি, তারা উপকৃত হচ্ছে।"

অনুষ্ঠানে দুই শতাধিক শিক্ষার্থী ও চাকরিপ্রার্থী উপস্থিত ছিলেন। গুরুদয়াল সরকারি কলেজের বাংলা বিভাগের শিক্ষার্থী তানজিনা আক্তার তামান্না বলেন, "গণগ্রন্থাগারের আত্মউন্নয়নমূলক সেমিনারে আমি নিয়মিত অংশগ্রহণ করি, এ ধরণের সেমিনার আমাদের করণীয় নির্ধারণ করতে দারুণ ভূমিকা রাখবে"।


সর্বশেষ সংবাদ