ট্রেনে কাটা পড়ে দশম শ্রেণির শিক্ষার্থীর মৃত্যু
- টিডিসি রিপোর্ট
- প্রকাশ: ০২ নভেম্বর ২০২৩, ০৬:৫৫ PM , আপডেট: ০২ নভেম্বর ২০২৩, ০৬:৫৭ PM
রংপুরের বদরগঞ্জে রেলব্রিজ এলাকায় রামসাগর ট্রেনে কাটা পড়ে দশম শ্রেণির এক স্কুলছাত্রীর মৃত্যু হয়েছে। বৃহস্পতিবার (২ নভেম্বর) দুপুরে এ ঘটনাটি ঘটে। বিষয়টি নিশ্চিত করেছেন বদরগঞ্জ থানার উপপরিদর্শক (এসআই) মো. তোজাম্মেল হক।
নিহত ওই স্কুলছাত্রীর নাম সুমনা আক্তার (১৫) ওই এলাকার ফেরদৌস আলীর মেয়ে। সে স্থানীয় এক বিদ্যালয়ের দশম শ্রেণিতে পড়ত আর কিছুটা মানসিক ভারসাম্যহীন ছিল।
স্বজনদের বরাত দিয়ে এসআই মো. তোজাম্মেল হক বলেন, সুমনা আক্তার গত ছয় মাস ধরে মানসিক ভারসাম্যহীন। সে প্রতিদিন সকালে বাড়ি থেকে বের হয়ে যায়। সন্ধ্যার আগে পরিবারের সদস্যরা তাকে খুঁজে বাড়িতে নিয়ে আসেন। আজ সকাল ১০টার দিকে সে বাড়ি থেকে বের হয়েছিল। পরে দুপুর ১টার দিকে খবর আসে ট্রেনে কাটা পড়ে এক কিশোরী মারা গেছে। পরে পরিবারের সদস্যরা গিয়ে লাশ শনাক্ত করে।
এসআই মো. তোজাম্মেল হক আরও জানান, মেয়েটির ছিন্নবিচ্ছিন্ন লাশ দাফনের জন্য স্বজনরা নিয়ে গেছেন।