সাংবাদিকদের উপর হামলার প্রতিবাদে নেত্রকোনায় মানববন্ধন 

সাংবাদিকদের উপর হামলার প্রতিবাদে নেত্রকোনা জেলা প্রেস ক্লাবের সামনে মানববন্ধন 
সাংবাদিকদের উপর হামলার প্রতিবাদে নেত্রকোনা জেলা প্রেস ক্লাবের সামনে মানববন্ধন   © টিডিসি ফটো

গত ২৮শে অক্টোবর ঢাকায় কর্মরত প্রিন্ট ও ইলেকট্রনিক মিডিয়ার সাংবাদিকদের উপর হামলার প্রতিবাদে নেত্রকোণা জেলা প্রেসক্লাবের সামনে মানববন্ধন কর্মসূচি পালন করে নেত্রকোনা জেলা প্রেসক্লাব। বুধবার (০১ নভেম্বর) সকালে এই মানববন্ধনের আয়োজন করা হয়।

মানববন্ধনে নেত্রকোণা জেলা প্রেসক্লাবের সদস্য সচিব বীরমুক্তিযোদ্ধা হাবিবুর রহমান হাবিব. সিনিয়র সাংবাদিক শ্যামলেন্দু পাল, এনটিভির ষ্টাফ রিপোর্টার ভজন দাস, সাংবাদিক সুজাদুল ইসলাম ফারাস, বাংলাভিশনের সিনিয়র রিপোর্টার ম. কিবরিয়া চৌধুরী হেলিমসহ জেলায় কর্মরত প্রিন্ট ও ইলেকট্রনিক মিডিয়ার সাংবাদিকবৃন্দ এ সময় উপস্থিত ছিলেন।

এসময় বক্তারা নিহত রফিকুল ইসলাম ভূইয়ার ওপর হামলার তীব্র নিন্দা জ্ঞাপন ও ঘটনার সাথে জড়িতদের দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানান।

সাংবাদিকরা বলেন পেশাগত দায়িত্ব পালনকালে সাংবাদিকদের ওপর হামলা এবং মোবাইল ক্যামেরা ছিনিয়ে নেয়ার ঘটনা সাংবাদিক মহলে উদ্বেগের সৃষ্টি করেছে। সাংবাদিকরা সমাজ ও দেশের মানুষের জন্য কাজ করেন। দায়িত্ব পালন করতে গিয়ে তারা এখন নিরাপত্তাহীনতায় ভুগছেন। আমরা দোষীদের আইনের আওতায় এনে শাস্তির দাবি জানাচ্ছি।


সর্বশেষ সংবাদ

×
  • Application Deadline
  • December 17, 2025
  • Admission Test
  • December 19, 2025
APPLY
NOW!
GRADUATE ADMISSION
SPRING 2026!
NORTH SOUTH UNIVERSITY
Center of Excellence