আমি কখনো আমেরিকা যাইনি, যাবও না: বিদায়ী প্রধান বিচারপতি
- টিডিসি রিপোর্ট
- প্রকাশ: ২৫ সেপ্টেম্বর ২০২৩, ১১:১৯ PM , আপডেট: ২৫ সেপ্টেম্বর ২০২৩, ১১:২৬ PM
সদ্য সাবেক প্রধান বিচারপতি হাসান ফয়েজ সিদ্দিকী বলেছেন, আমেরিকার ভিসানীতি নিয়ে আমি বিচলিত নই। আমি কখনো আমেরিকা যাইনি, যাবও না।
সোমবার শেষ কর্মদিবসে সন্ধ্যায় সুপ্রিম কোর্ট কার্যালয় থেকে বিদায় নেওয়ার পথে সাংবাদিকদের তিনি এ কথা বলেন।
হাসান ফয়েজ সিদ্দিকী বলেন, ‘এটা নিয়ে আমি অত মাথা ঘামাই নাই। এটা স্বাধীন-সার্বভৌম একটা রাষ্ট্র।
একাত্তরে এক সাগর রক্তের বিনিময়ে এই দেশ স্বাধীন হয়েছে। তখন যারা ভয় দেখিয়েছে, তারাই স্বাধীনতার বিরোধিতা করেছিল। আমি ওতে (ভিসানীতি) বিচলিত না। আর আমাকে ব্যক্তিগতভাবে যদি জিজ্ঞেস করেন, আমি কখনো আমেরিকা যাইওনি, যাবও না।
প্রধান বিচারপতি হিসেবে দায়িত্ব পালন প্রসঙ্গে হাসান ফয়েজ সিদ্দিকী বলেন, ‘অথরিটি পাওয়ার (কর্তৃত্ব ক্ষমতা) দুইভাবে ব্যবহার করা যায়। একটা হচ্ছে ভোগ করে, আরেকটা হচ্ছে সাধারণ মানুষের জন্য, বিচারপ্রার্থী মানুষের জন্য কিছু করার চেষ্টা।
আমি দ্বিতীয়টা বেছে নিয়েছি। নিজের সুখ-শান্তি, পরিবারের সুখ-শান্তির দিকে একবারও তাকাইনি। প্রতিটা মুহূর্ত দেওয়ার চেষ্টা করেছি এই দেশের বিচার বিভাগের উন্নতির জন্য।’