হ্যাকারদের দখলে বিডিনিউজ টুয়েন্টিফোর
- টিডিসি রিপোর্ট
- প্রকাশ: ০২ সেপ্টেম্বর ২০২৩, ১২:৫৯ AM , আপডেট: ১৭ আগস্ট ২০২৫, ০২:৫৫ PM
হ্যাক হয়েছে দেশের অন্যতম অনলাইন নিউজ পোর্টাল বিডিনিউজ টুয়েন্টিফোর। বর্তমানে পোর্টালের ওয়েবসাইটে ঢুকলে ওয়েব পেজটি ব্লক দেখাচ্ছে। এ নিয়ে বিডিনিউজের পক্ষ থেকে ফেসবুক পেজে বিষয়টি জানানো হয়েছে।
বিডিনিউজের পক্ষ থেকে বলা হয়েছে, আমাদের নিয়ন্ত্রণের বাইরে এমন সব কারণে আমাদের সংবাদ পোর্টালে (bdnews24.com) পাঠকদের নিয়মিত সেবা দেওয়া সম্ভব হচ্ছে না। আমরা আন্তরিকভাবে ক্ষমা চাইছি। আমরা পাঠকদের আশ্বস্ত করছি, ওয়েবসাইটটি ফিরিয়ে আনতে আমাদের লড়াই অব্যাহত রয়েছে। আপাতত সংবাদ পেতে চোখ রাখুন আমাদের ফেইসবুক, ইন্সটাগ্রাম, এক্স পেইজ ও ইউটিউব চ্যানেলে।
.jpg)
আপাতত বিডিনিউজ টুয়েন্টিফোর পোর্টালে নিউজগুলো সামাজিক যোগযোগ মাধ্যমগুলোতে প্রকাশ করছে। ওয়েবসাইটি ফিরিয়ে আনতে কাজ করে যাচ্ছে প্রতিষ্ঠানটি।