সুষ্ঠু নির্বাচনের প্রধান বাধা বিএনপি: ওবায়দুল কাদের
- টিডিসি রিপোর্ট
- প্রকাশ: ২৯ জুলাই ২০২৩, ০৭:৩৭ PM , আপডেট: ২৯ জুলাই ২০২৩, ০৭:৩৭ PM
সুষ্ঠু অবাধ নিরপেক্ষ নির্বাচনের প্রধান বাধা বিএনপি, বলে মন্তব্য করেছেন আওয়ামী লীগ সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের। তিনি বলেন, সুষ্ঠু নির্বাচন করতে আমরা ওয়াদাবদ্ধ। কিন্তু সুষ্ঠু অবাধ নিরপেক্ষ নির্বাচনের প্রধান বাধা বিএনপি। যাদের কথা বিদেশি বন্ধুদের বলেছিলাম। বাংলাদেশে শান্তিপূর্ণ নির্বাচনের প্রথম বাধা বিএনপি এটা আজকে আবার প্রমাণ হলো।
শনিবার বিকালে আওয়ামী লীগের কেন্দ্রীয় কার্যালয়ে ঢাকা মহানগর উত্তর দক্ষিণ ও সহযোগী সংগঠনের সঙ্গে জরুরি বৈঠকের শুরুতে এ কথা বলেন তিনি।
বিএনপির এক দফা অগ্নিসন্ত্রাস দাবি করে ওবায়দুল কাদের বলেন, আমরা যা আশঙ্কা করেছিলাম সেটাই এখন সত্যি হলো, আমরা বার বার বলেছি তাদের আন্দোলন- এক দফা অগ্নিসন্ত্রাস। তারা এটাই চেয়েছিলো, এটাই শুরু করতো গতকাল। আমাদের শক্ত অবস্থানের কারণে তারা কিছু করতে পারেনি।
তিনি বলেন, বিএনপি বলে তাদের উপর হামলা হয়েছে, তাদেরকে বাধা দেওয়া হয়েছে। তারা ঢাকা ঢুকার পথ বন্ধ করে দেবে। এটা কি তারেক রহমানের বাপ দাদার সম্পত্তি। লন্ডন থেকে নির্দেশ দিয়ে রাস্তা বন্ধ করে দেবে এটা কোন ধরনের রাজনীতি।
আরও পড়ুন: রোববার সারা দেশে আ.লীগের বিক্ষোভ
তিনি আরও বলেন, দেখুন তারা সমাবেশ থেকে ঢাকা সিটির প্রবেশ পথ বন্ধ করার ঘোষণা করেছে। এই রাজধানীর সব প্রবেশ পথ বন্ধ করে দেবে তারা এবং অবস্থান নিবে এটাই তাদের সিদ্ধান্ত। এর আগে তাদের নেতাকর্মীদের অতিরিক্ত জামাকাপড় নিয়ে ঢাকা আসতে বলেছেন এবং সঙ্গে চাদর নিয়েও আসতে বলেছেন গণভবন থেকে শেখ হাসিনাকে না হটিয়ে তারা এ অবস্থান থেকে সরবে না, এটাই তাদের কথা।
তারেক রহমানের কথা উল্লেখ করে তিনি বলেন, লাশ ছাড়া সে (তারেক) কথা বলে না। সে বলে- আন্দোলন করো টাকার অভাব হবে না। কি ব্যবসা করে লন্ডনে, এত টাকা আসে কোথা থেকে। তার তো কোনো অভাব নেই তার বাবার মতো। তার বাবা বলতো মানি ইজ নো প্রবলেম, সেও বলছে টাকার সমস্যা নেই।
বিএনপির হামলার বর্ণনা দিয়ে আওয়ামী লীগ সাধারণ সম্পাদক বলেন, আজকে তারা কি করেছে, আজকে তারা ঢাকার প্রবেশমুখগুলোতে কীভাবে অগ্নিসন্ত্রাস শুরু করে দিয়েছে। আজকে মাতুয়াইলের দিকে পুলিশের সঙ্গে সংঘর্ষে জড়িয়ে চারটি বাসে আগুন দিয়েছে। রাস্তার পাশে থাকা অনেক গাড়িতে হামলা করেছে। সদরঘাটে ভিক্টর পরিবহনের একটি বাসে আগুন দিয়েছে। এছাড়া তুরাগ পরিবহনের একটি বাসসহ মোট সাতটি বাস ভাঙচুর ও অগ্নিসংযোগ করে। বিভিন্ন এলাকায় লাঠিসোঁটা নিয়ে পুলিশের উপর হামলা চালায়। তারা ককটেল ও হাতবোমা নিক্ষেপ করেছে।
জনগণের জানমাল রক্ষায় পবিত্র দায়িত্ব পালনে নির্বাচন পর্যন্ত সতর্ক পাহারায় থাকার নির্দেশ দিয়ে কাদের বলেন, এই সিটিতে এক কিলোমিটারের মধ্যে কয়েকটা সভা সমাবেশ হয়েছে। কিন্তু কোনো সমস্যা হয়নি। তার কারণ আমরা সংঘাত চাই না। সংঘাতের বিরুদ্ধে জনগণের জানমালের নিরাপত্তায় আমরা পবিত্র দায়িত্ব পালনে সতর্ক অবস্থানে ছিলাম, আছি, আগামী নির্বাচন পর্যন্ত থাকব।
এর আগে বিকেল ৪টা ৫৫ মিনিটে এ জরুরি সভা শুরু হয়। দলের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদেরের সভাপতিত্বে জরুরি সভায় আওয়ামী লীগের সহযোগী ও ভ্রাতৃপ্রতিম সংগঠনের শীর্ষ নেতারা অংশ নিয়েছেন।