ধোলাইখাল বিএনপি-পুলিশ সংঘর্ষ, রক্তাক্ত গয়েশ্বর

লাঠিচার্জে আহত গয়েশ্বর চন্দ্র রায়কে ঘটনাস্থল থেকে সরিয়ে নিচ্ছে পুলিশ
লাঠিচার্জে আহত গয়েশ্বর চন্দ্র রায়কে ঘটনাস্থল থেকে সরিয়ে নিচ্ছে পুলিশ  © টিডিসি ফটো

সরকার পতনের একদফা দাবিতে বিএনপির পূর্ব নির্ধারিত কর্মসূচীর অংশ হিসেবে রাজধানীর প্রবেশমুখে অবস্থান কর্মসূচী পালন করছে দলটির নেতাকর্মীরা। ধোলাইখাল এলাকায় বিএনপি নেতাকর্মীদের উপর লাঠিচার্জ করেছে পুলিশ। এসময় বিএনপির স্থায়ী কমিটির সদস্য গয়েশ্বর চন্দ্র রায়সহ অর্ধশতাধিক নেতাকর্মী আহত হয়েছে।

জানা যায়, রাজধানীর নয়াবাজার (বাবুবাজার ব্রিজের প্রবেশ মুখ) মোড়ে বিএনপি অবস্থান নেওয়ার কথা থাকলেও এর বদলে ধোলাইখাল মোড়ে অবস্থান নেয় দলটি। এই মোড়ে বেলা ১১টায় অবস্থান কর্মসূচি শুরু করেন বিএনপি নেতাকর্মীরা।

বিএনপির অবস্থান কর্মসূচি কেন্দ্র করে বেলা সাড়ে ১১টার দিকে পুলিশের সঙ্গে বিএনপি নেতাকর্মীদের সংঘর্ষ শুরু হয়।

সংঘর্ষের এক পর্যায়ে বিএনপি নেতাকর্মীদের সরিয়ে দিতে কাঁদানে গ্যাস নিক্ষেপ করে পুলিশ। জবাবে ইট-পাটকেল ছোড়েন অবস্থানকারীরা। এতে পিছু হটেছে পুলিশ। অন্যদিকে সড়কে অবস্থান নিয়ে বিভিন্ন স্লোগান দিচ্ছেন বিএনপি নেতাকর্মীরা।

পরে নয়াবাজার এলাকায় বিএনপি নেতাকর্মীদের ছত্রভঙ্গ করতে লাঠিচার্জ  করে পুলিশ। পুলিশের লাঠিচার্জে দলটির স্থায়ী কমিটির সদস্য গয়েশ্বর চন্দ্র রায়সহ অর্ধশতাধিক নেতাকর্মী আহত হয়েছে। বিএনপি নেতাকর্মীদের আটক করা হয়েছি কি-না এ বিষয়ে এখনো কোনো মন্তব্য করেনি পুলিশ।


সর্বশেষ সংবাদ