বগুড়ায় বিএনপির ২ নেতাকে তুলে নেওয়ার অভিযোগ
- টিডিসি রিপোর্ট
- প্রকাশ: ১৯ জুলাই ২০২৩, ০৮:৩৯ AM , আপডেট: ১৯ জুলাই ২০২৩, ০৮:৩৯ AM
বগুড়ায় জেলা বিএনপির সাধারণ সম্পাদক আলী আজগর তালুকদার হেনা ও স্বেচ্ছাসেবক দলের সাবেক আহ্বায়ক মাজেদুর রহমান জুয়েলকে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর পরিচয়ে তুলে নেওয়ার অভিযোগ করেছে বিএনপি।
মঙ্গলবার রাত ৩টার পর ‘ডিবি পুলিশের’ একটি দল তাদের নিজ নিজ বাসা থেকে তুলে নেয় বলে অভিযোগ করেছে দলটির নেতারা।
জেলা বিএনপির সভাপতি ও পৌর মেয়র রেজাউল করিম বাদশা গণমাধ্যমকে বলেন, ‘রাত সাড়ে ৩টার দিকে আলী আজগর তালুকদার হেনাকে শহরের সূত্রাপুরের বাসা থেকে ডিবি পুলিশ তুলে নিয়ে গেছে। এর আগে রাত সোয়া ৩টার দিকে জেলা স্বেচ্ছাসেবক দলের সাবেক আহ্বায়ক মাজেদুর রহমান জুয়েলকে পুরান বগুড়ার বাড়ি থেকে ডিবি পরিচয়ে তুলে নেওয়া হয়।’
এ বিষয়ে জানতে বগুড়া গোয়েন্দা পুলিশ (ডিবি) অফিসার ইনচার্জ মোস্তাফিজ হাসানের সঙ্গে একাধিকবার মুঠোফোনে যোগাযোগ করা হলেও তিনি সাড়া দেননি।
তবে জেলা পুলিশের এক কর্মকর্তা নাম প্রকাশ না করার শর্তে জানিয়েছেন, গতকালের পুলিশ-বিএনপি সংঘর্ষের ঘটনায় রাতেই মামলা রুজু হওয়ার কথা। এজন্য হয়তো তাদের আটক বা গ্রেপ্তার করা হতে পারে।’