নম্বর জালিয়াতি: নজরুল বিশ্ববিদ্যালয়ের পরীক্ষা নিয়ন্ত্রককে হাইকোর্টে তলব

হাইকোর্ট
হাইকোর্ট  © ফাইল ফটো

ময়মনসিংহের কবি নজরুল ইসলাম বিশ্ববিদ্যালয়ের অর্থনীতি বিভাগের শিক্ষার্থী জামিনা রহমানের নম্বর জালিয়াতির ঘটনার ব্যাখ্যা জানতে বিশ্ববিদ্যালয়ের পরীক্ষা নিয়ন্ত্রককে হাইকোর্টে তলব করা হয়েছে। আগামী জুলাই মাসের দ্বিতীয় সপ্তাহে তাকে হাজির হয়ে এই ঘটনার ব্যাখ্যা দিতে বলা হয়েছে।

বুধবার (৭ জুন) বিচারপতি জাফর আহমেদ ও বিচারপতি মো. বশির উল্লাহর হাইকোর্ট বেঞ্চ এ আদেশ দেন।

আদালতে রিটের পক্ষে শুনানি করেন অ্যাডভোকেট শাহ মঞ্জুরুক হক। বিশ্ববিদ্যালয়ের পক্ষে শুনানি করেন অ্যাডভোকেট তাপস কান্তি বল।


সর্বশেষ সংবাদ