রাজধানীর শ্যামলীতে বহুতল ভবনে আগুন
- টিডিসি রিপোর্ট
- প্রকাশ: ০১ জুন ২০২৩, ১১:৫৮ PM , আপডেট: ০১ জুন ২০২৩, ১১:৫৮ PM

রাজধানীর শ্যামলীতে একটি বহুতল ভবনে আগুন লাগার ঘটনা ঘটেছে। আগুন নিয়ন্ত্রনে কাজ করছে ফায়ার সার্ভিসের দুই ইউনিট।
বৃহস্পতিবার (১ জুন) রাত সাড়ে ১১টার দিকে এ আগুনের সূত্রপাত ঘটে।
ফায়ার সার্ভিস সদরদপ্তরে ডিউটি অফিসার রাফি আল ফারুক গণমাধ্যমকে বিষয়টি নিশ্চিত করেছেন।
তিনি জানান, শ্যামলী সিনেমা হলের পাশে রুপায়ন শেলটেক নামের একটি ২০ তলা ভবনের ১৭ ও ১৮ তলায় আগুনের ঘটনা ঘটেছে। এখনো পর্যন্ত দুই ইউনিট কাজ করছে। আগুনের সূত্রপাত সম্পর্কে জানা যায়নি।