নেত্রকোনা জেলায় শ্রেষ্ঠ নির্বাচিত যারা

  © ফাইল ছবি

শিক্ষাক্ষেত্রে মেধা, দক্ষতা ও বিচক্ষণতার মাধ্যমে মানসম্মত পাঠদান নিশ্চিত করায় বাৎসরিক কর্মমূল্যায়নের ভিত্তিতে নেত্রকোনা জেলায় বিভিন্ন ক্যাটাগরিতে শ্রেষ্ঠদের ফলাফল ঘোষণা করা হয়েছে। 

বৃহস্পতিবার (২৫ মে) জাতীয় শিক্ষা সপ্তাহ -২০২৩ উৎযাপন কমিটির বিচারক মন্ডলীগণ জেলা পর্যায়ে শিক্ষা ক্ষেত্রে শ্রেষ্ঠদের তালিকা ঘোষণা করে। 

জেলা শিক্ষা অফিসার মো.আব্দুল গফুর বলেন, উপজেলায় পর্যায়ে যারা বিভিন্ন ক্যাটাগরিতে শ্রেষ্ঠ নির্বাচিত হয়েছিলেন  তাদের মধ্যে থেকেই বিচারক মন্ডলী বিভিন্ন ক্যাটাগরিতে জেলা পর্যায়ে শ্রেষ্ঠদের নাম ঘোষণা করেন। মাধ্যমিক, কলেজ, মাদ্রাসা ও কারিগরি  পর্যায়ে বিভিন্ন ক্যাটাগরিতে যারা জেলায় শ্রেষ্ঠ হয়েছেন।

এছাড়াও তাদের আনুষ্ঠানিকভাবে সনদপত্র, ক্রেস্ট ও পুরস্কার প্রদানের মাধ্যমে সম্মাননা জানানো হবে এবং জেলা পর্যায়ের শ্রেষ্ঠদের পরবর্তীতে বিভাগীয় পর্যায়ে অংশ গ্রহন করতে হবে।

বিভিন্ন ক্যাটাগরিতে শ্রেষ্ঠ হয়েছেন যারা- 

শ্রেষ্ঠ স্কাউট - জাকারিয়া শাহনেওয়াজ, আনজুমান আদর্শ সরকারি উচ্চ বিদ্যালয়, নেত্রকোনা সদর। শ্রেষ্ঠ গার্ল গাইড-মাইসা আক্তার, জাহাঙ্গীরপুর তহুরা আমিন সরকারি পাইলট উচ্চ বিদ্যালয়, মদন। শ্রেষ্ঠ রোভার - মো: মোস্তাকিম রহমান, তেলিগাতী সরকারি কলেজ, আটপাড়া। শ্রেষ্ঠ স্কাউট গ্রুপ- জালশুকা কমুদগঞ্জ উচ্চ বিদ্যালয়, দুর্গাপুর। শ্রেষ্ঠ গার্ল গাইড গ্রুপ- জাহাঙ্গীরপুর তহুরা আমিন সরকারি পাইলট উচ্চ বিদ্যালয়, মদন। শ্রেষ্ঠ রোভার গ্রুপ-কলমাকান্দা সরকারি কলেজ, কলমাকান্দা। শ্রেষ্ঠ বিএনসিসি গ্রুপ- আনজুমান আদর্শ সরকারি উচ্চ বিদ্যালয়, নেত্রকোনা সদর। শ্রেষ্ঠ স্কাউট শিক্ষক -মোহাম্মদ কবীর হোসেন, কৃষ্টপুর আব্দুল জব্বার রাবেয়া খাতুন বালিকা উচ্চ বিদ্যালয়,খালিয়াজুড়ি। শ্রেষ্ঠ গার্ল গাইড শিক্ষক -মরিয়ম আক্তার, জাহাঙ্গীরপুর তহুরা আমিন সরকারি পাইলট উচ্চ বিদ্যালয়, মদন। শ্রেষ্ঠ রোভার শিক্ষক- হোসাইন আহম্মদ, সান্দিকোনা উচ্চ মাধ্যমিক বিদ্যালয়, কেন্দুয়া। শ্রেষ্ঠ রোভার শিক্ষক- পলি দাস পাপলু, সুসং সরকারি মহাবিদ্যালয়, দূর্গাপুর।

শ্রেষ্ঠ শিক্ষার্থী (বিদ্যালয়) সম্পূর্না পন্ডিত, মোহনগঞ্জ পাইলট সরকারি উচ্চ বিদ্যালয়, মোহনগঞ্জ। শ্রেষ্ঠ শিক্ষার্থী (কলেজ)- ফাতেমা বেগম রিদা, সুসং সরকারি মহাবিদ্যালয়, দূর্গাপুর। শ্রেষ্ঠ শিক্ষার্থী (মাদ্রাসা) তাসফিয়া আক্তার, স্বরমশিয়া ফাজিল মাদ্রাসা, আটপাড়া। শ্রেষ্ঠ শিক্ষার্থী (কারিগরি) আসমা আক্তার, ঝাঞ্জাইল টেকনিক্যাল এন্ড বিএম কলেজ, দূর্গাপুর। 

শ্রেষ্ঠ শ্রেণি শিক্ষক( বিদ্যালয়) শাহাবউদ্দিন মাহমুদ, মোহনগঞ্জ পাইলট সরকারি উচ্চ বিদ্যালয়, মোহনগঞ্জ।

শ্রেষ্ঠ শ্রেণি শিক্ষক (কলেজ) মাহমুদা আক্তার, মোহনগঞ্জ সরকারি কলেজ, মোহনগঞ্জ। শ্রেষ্ঠ শ্রেণি শিক্ষক(কারিগরি) মোহাম্মদ এবাদুল হক ভূঞা, দূর্গাপুর সরকারি টেকনিক্যাল স্কুল এন্ড কলেজ, দূর্গাপুর। শ্রেষ্ঠ শ্রেণি শিক্ষক (মাদ্রাসা) আমিনুল ইসলাম, রহিমপুর মোহাম্মাদিয়া দারুছ ছালাম দাখিল মাদ্রাসা, কলমাকান্দা। 

শ্রেষ্ঠ প্রতিষ্ঠান প্রধান (বিদ্যালয়) জাকারিয়া কবীর, মঙ্গলসিদ্ধ শান্তিময়ী উচ্চ বিদ্যালয়, আটপাড়া। শ্রেষ্ঠ প্রতিষ্ঠান প্রধান (কলেজ) কামরুন্নাহার, আলহাজ্ব মাফিজ উদ্দিন তালুকদার কলেজ, দূর্গাপুর। শ্রেষ্ঠ প্রতিষ্ঠান প্রধান (মাদ্রাসা) আশরাফুল আলম,রাজঘাট ডিইউ আলীম মাদ্রাসা,কেন্দুয়া। 

শ্রেষ্ঠ প্রতিষ্ঠান (বিদ্যালয়) মোহনগঞ্জ পাইলট সরকারি উচ্চ বিদ্যালয়,মোহনগঞ্জ। শ্রেষ্ঠ প্রতিষ্ঠান (কলেজ) শহীদ স্মৃতি মহাবিদ্যালয়, মোহনগঞ্জ। শ্রেষ্ঠ প্রতিষ্ঠান (মাদ্রাসা) রাজঘাট ডিইউ আলীম মাদ্রাসা, কেন্দুয়া। শ্রেষ্ঠ প্রতিষ্ঠান (কারিগরি) বিরিশিরি  টেকনিক্যাল স্কুল এন্ড কলেজ, দূর্গাপুর। শ্রেষ্ঠ উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিসার, শাহ আলম খান, বারহাট্টা। 

 শ্রেষ্ঠ প্রতিষ্ঠান (মাদ্রাসা) এবং শ্রেষ্ঠ প্রতিষ্ঠান প্রধান (মাদ্রাসা) নির্বাচিত হওয়ায় কেন্দুয়ার রাজঘাট ডিইউ আলীম মাদ্রাসার অধ্যক্ষ আশরাফুল আলম তার প্রতিষ্ঠানের সংশিষ্ট সকলকে আন্তরিক অভিনন্দন জানিয়ে বলেন, গতকাল বৃহস্পতিবার বিকালে আমি এই সুখবরটি পাই। আমার একার পক্ষে দুই  ক্যাটাগরিতে জেলায় প্রথম হওয়া সম্ভব ছিলনা। ম্যানেজিং  কমিটির সভাপতি সহ  ম্যানেজিং কমিটির সকল সদস্যবৃন্দ ও সকল সম্মানিত  শিক্ষক শিক্ষার্থী গণের অক্লান্ত পরিশ্রমেই আমরা আজকের  এই সম্মান অর্জন করতে পেরেছি। 

তিনি আরও বলেন, এই প্রতিষ্ঠানটি আরও কয়েকবার  শ্রেষ্ঠ শিক্ষা প্রতিষ্ঠান হিসেবে নির্বাচিত হয়েছিল।


সর্বশেষ সংবাদ