জাল সনদে চাকরি, বিসিএস কর একাডেমিতে দুদকের অভিযান

অভিযান পরিচালনার মুহূর্ত
অভিযান পরিচালনার মুহূর্ত  © সংগৃহীত

ঢাকার বিসিএস কর একাডেমিতে দুর্নীতি দমন কমিশন (দুদক) অভিযান পরিচালনা করেছে। দুই কর্মচারীর বিরুদ্ধে ভুয়া পরিচয়পত্র এবং ভুয়া শিক্ষা সনদ ব্যবহার করে চাকরি গ্রহণের অভিযোগের পরিপ্রেক্ষিতে দুদক এ অভিযান পরিচালনা করে।

বুধবার (১৭ মে) দুর্নীতি দমন কমিশনের (দুদক) জনসংযোগ কর্মকর্তা আরিফ সাদেক গণমাধ্যমকে এ তথ্য নিশ্চিত করেছেন। 

জানা গেছে, বিসিএস কর একাডেমি, ঢাকার দুইজন কর্মচারীর বিরুদ্ধে ভুয়া পরিচয়পত্র এবং ভুয়া শিক্ষা সনদ ব্যবহার করে চাকরি গ্রহণের অভিযোগের পরিপ্রেক্ষিতে দুদক প্রধান কার্যালয় থেকে একটি এনফোর্সমেন্ট অভিযান পরিচালনা করা হয়।

মঙ্গলবার অভিযানকালে এনফোর্সমেন্ট টিম নিয়োগ সংক্রান্ত তথ্য ও রেকর্ডপত্র সংগ্রহ করে অভিযোগ সংশ্লিষ্টের সঙ্গে কথা বলে। টিম রেকর্ডপত্র যাচাই করে অভিযোগের প্রাথমিক সত্যতা পায়।


সর্বশেষ সংবাদ