কলাবাগান ক্রীড়াচক্র মাঠে শিক্ষামন্ত্রীর মায়ের জানাজা আজ

শিক্ষামন্ত্রী ডা. দীপু মনি ও তার মা
শিক্ষামন্ত্রী ডা. দীপু মনি ও তার মা  © ফাইল ফটো

রাজধানীর কলাবাগান ক্রীড়াচক্র মাঠে আজ রবিবার (৭ মে) বাদ আছর শিক্ষামন্ত্রী ডা. দীপু মনির মা রহিমা ওয়াদুদের নামাজে জানাজা অনুষ্ঠিত হবে। এরপর বনানী কবরস্থানে তাকে দাফন করা হবে। শিক্ষা মন্ত্রণালয়ের জনসংযোগ কর্মকর্তা এ এ খায়ের এ তথ্য জানান।

এর আগে গতকাল শনিবার (৬ মে) বেলা পৌনে ১২টায় রাজধানীর কলাবাগানস্থ তার নিজ বাসভবনে বার্ধক্যজনিত কারণে ইন্তেকাল করেন তিনি। মৃত্যুর সময় তার বয়স হয়েছিল ৮৯ বছর। রহিমা ওয়াদুদ কলাবাগান লেকসার্কাস বালিকা উচ্চ বিদ্যালয়ের শিক্ষক ছিলেন।

তার মৃত্যুতে রাষ্ট্রপতি ও প্রধানমন্ত্রী ছাড়াও মন্ত্রী পরিষদের সদস্যবৃন্দ শোক জানিয়েছেন। তার মৃত্যুতে শিক্ষা মন্ত্রণালয়ের সব কর্মকর্তা ও কর্মচারীরা গভীরভাবে শোকাহত। শিক্ষা মন্ত্রণালয়ের পক্ষ থেকে মরহুমের রূহের মাগফিরাত কামনা এবং তার শোকসন্তপ্ত পরিবারের প্রতি গভীর সমবেদনা প্রকাশ করা হয়।


সর্বশেষ সংবাদ

×
  • Application Deadline
  • December 17, 2025
  • Admission Test
  • December 19, 2025
APPLY
NOW!
GRADUATE ADMISSION
SPRING 2026!
NORTH SOUTH UNIVERSITY
Center of Excellence