ঢাকাসহ দেশের বিভিন্ন জেলায় বজ্রপাতসহ শিলাবৃষ্টির সম্ভাবনা

বজ্রপাতসহ শিলাবৃষ্টির সম্ভাবনা
বজ্রপাতসহ শিলাবৃষ্টির সম্ভাবনা  © সংগৃহীত

রাজধানী ঢাকাসহ দেশের বিভিন্ন জেলায় অস্থায়ীভাবে দমকা বা ঝোড়ো হাওয়াসহ বৃষ্টি বা বজ্র বৃষ্টি হতে পারে। সেই সাথে দেশের কোথাও কোথাও শিলাবৃষ্টিও হতে পারে। শুক্রবার (২৮ এপ্রিল) আবহাওয়ার পূর্বাভাসে এ তথ্য জানিয়েছে আবহাওয়া অধিদপ্তর।   

পরবর্তী ২৪ ঘণ্টার আবহাওয়ার পূর্বভাসে বলা হয়েছে, রংপুর, রাজশাহী, ঢাকা, খুলনা, বরিশাল, ময়মনসিংহ, চট্টগ্রাম ও সিলেট বিভাগের দুই-এক জায়গায় অস্থায়ীভাবে দমকা বা ঝোড়ো হাওয়াসহ বৃষ্টি বা বজ্র বৃষ্টি হতে পারে। সেই সঙ্গে দেশের কোথাও কোথাও বিক্ষিপ্তভাবে শিলাবৃষ্টি হতে পারে। এছাড়া ঢাকা, খুলনা, বরিশাল, চট্টগ্রাম ও সিলেট বিভাগসহ পাবনা জেলার উপর দিয়ে মৃদু থেকে মাঝারী ধরনের তাপপ্রবাহ বয়ে যাচ্ছে এবং তা কিছু কিছু জায়গা থেকে প্রশমিত হতে পারে।

এই সপ্তাহের পূর্বাভাসে বলা হয়েছে আগামী সোমবারের পর বৃষ্টি বা বজ্রসহ বৃষ্টির প্রবণতা বাড়তে পারে। 

এর আগে গতকাল বৃহস্পতিবার ঢাকাসহ পাঁচ বিভাগের বিস্তীর্ণ অঞ্চলজুড়ে তাপপ্রবাহ বয়ে গেছে। বিকেলে ঢাকায় কালবৈশাখী ঝড়ের সঙ্গে বৃষ্টি হয়েছে। ঢাকায় ৩ মিলিমিটার বৃষ্টি হয়েছে বলে জানিয়েছে আবহাওয়া বিভাগ। শুক্রবার সকাল থেকে ঢাকার আকাশে কিছুটা মেঘ রয়েছে। মাঝে মাঝেই মেঘের আড়ালে লুকিয়ে পড়ছে সূর্য।

বৃহস্পতিবার দেশের সর্বোচ্চ তাপমাত্রা ৩৮ দশমিক ৬ ডিগ্রি সেলসিয়াস ছিল যশোরে। ঢাকার সর্বোচ্চ তাপমাত্রা ছিল ৩৭ দশমিক ৩ ডিগ্রি সেলসিয়াস।


সর্বশেষ সংবাদ