চট্টগ্রামে কোল্ড স্টোরেজে বিস্ফোরণ, দেয়াল ধসে আহত ৪

চট্টগ্রামে কোল্ড স্টোরেজে বিস্ফোরণে আহত ৪
চট্টগ্রামে কোল্ড স্টোরেজে বিস্ফোরণে আহত ৪  © সংগৃহীত

চট্টগ্রামের চাক্তাই রাজাখালীতে কোল্ড স্টোরেজে সিলিন্ডার বিস্ফোরণের ঘটনায় দেয়াল ধসে চারজন আহত হয়েছে। বিস্ফোরণে আহত চারজনকে চট্টগ্রাম মেডিকেল কলেজ (চমেক) হাসপাতালে ভর্তি করা হয়েছে। তারা হলেন- মো. তারেক (২৮), নুর হোসেন, মো. মান্নান (৩৪) ও রবিন (২২)। বিস্ফোরণের পর আশপাশের কয়েকটি ভবন থেকে বাসিন্দাদের সরিয়ে নেওয়া হয়েছে। 

মঙ্গলবার (১৮ এপ্রিল) দিবাগত রাত ১টার দিকে এ বিস্ফোরণ ঘটে। এতে চারতলা ভবনের একাংশ ধসে পড়েছে। ফায়ার সার্ভিসের সাতটি ইউনিটের প্রায় দুই ঘণ্টার চেষ্টায় রাত ৩টার দিকে আগুন নিয়ন্ত্রণে আসে।

ফায়ার সার্ভিস চট্টগ্রাম বিভাগের উপ-পরিচালক মো. আবদুল হালিম এ তথ্য নিশ্চিত করেছেন।
 
তিনি জানান, রাত সোয়া ১টার দিকে বাকলিয়া থানাধীন রাজাখালি এলাকায় জনতা কোল্ড স্টোরেজ গোডাউনে অ্যামোনিয়া সিলিন্ডার বিস্ফোরণে আগুনের সূত্রপাত হয়। রাত ২টার দিকে ভবনটির একাংশ ধসে পড়ে। 

আরও পড়ুন: ভোরের আলো ফোটার আগেই ট্রেনে কাটা পড়েন মা-মেয়ে

তিনি আরও জানান, বিস্ফোরণের পর অ্যামোনিয়া গ্যাসের ঝাঁঝালো গন্ধ আশপাশের কয়েক কিলোমিটার এলাকায় ছড়িয়ে পড়ে। দুর্ঘটনা এড়াতে আশপাশের কয়েকটি ভবনের বাসিন্দাদের সরিয়ে নেয়া হয়েছে। অ্যামোনিয়া গ্যাস সিলিন্ডার বিস্ফোরণেই এ দুর্ঘটনা বলে জানান তিনি।


সর্বশেষ সংবাদ